কবিতাঃ বাংলা আমার মা
লিখেছেন লিখেছেন এ এম ডি ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২১:২৭ সকাল
যদিও আমি ঝরে যাই একদিন এই সবুজ বাংলায়,
তবুও তোমরা রাখবে মনে আমারে
তোমাদের মনের খাতায়।।
এই বাংলায় আমার জীবন মরন
বেচেঁ থাকব যতদিন
হে আমার বাংলা মাগো রাখব তোমায় স্বরন ।
তোমার বুকে জম্ম মাগো বিদ্রহী কবি কাজী
তার পণে মাগো আমি মরতেও রাজী ।
সোনাঁর চেয়েও খাটি
বাংলা মাগো তোমার বুকের এক মুঠো মাটি ।
সৃষ্টি কর্তার কি অপরূপ সৃষ্টিতা
তাইত মাগো এত কষ্ট
তবু বুকে নাই কোন ব্যথা
বেচেঁ থাকব যতদিন মাগো রাখব মনে এ কথা ।।
তুমি এ জণতার বাংলা মাগো
তোমার বুকে তোমার ছেলেদের আগলে রাখো ।
মাগো তোমার সোনাঁর ছেলে মেয়েরা
রাখবে তারা এখন তোমায় বুক দিয়ে ঘেরা ।
তোমার বুকে এক মুঠো মাটি
আমার বুকে বান্ধিয়া রাখি
আর রাখব মাগো রাখবো যতদিন বাচিঁয়া থাকি ।।
বিষয়: সাহিত্য
১২০৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ও হ্যা আজকাল ডিজিট্যাল যুগ তাই অনেকেরে দাদু বল্লে মাইন্ত খায় আপনাকে দাদু বলে ডাকলে কি আবার মাইন্ত করবেন না । বড় ভাইকে কিন্তু দাদু বলা যায় ।
অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
ভাল থাকবেন সবসময়।
মন্তব্য করতে লগইন করুন