দুর্নীতির কারনে গোরপাক খাচ্ছে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন এ এম ডি ২৭ আগস্ট, ২০১৪, ১২:২০:৫৬ রাত
বাংলাদেশে যে সকল সামাজিক ব্যবস্থাপনা ও সমস্যা রয়েছে তার মধ্যে সব থেকে বড় সমস্যা হোল দুর্নীতি ।
আজ আমাদের দেশ বাংলাদেশ বার বার উন্নয়নের দিক থেকে পিছিয়ে যাচ্ছে শধু মাত্র দুর্নীতির কারনে।
বাংলাদেশ আজ গোর পাক খাচ্ছে শুধু মাত্র দুর্নীতির কারনে । দেশের ছোট হোতে বড় সকল স্থানে চলছে হুরদুম দুর্নীতি । এখন আমাদের দেশের এক শ্রেণির এমন কিছু মানুষ আছে তাদের কাছে দুর্নীতি হয়ে দাড়িয়েছে প্রধান নীতি ।যেন দুর্নীতি না করলে তাদের পেটের ভাত হজম হয় না ।বাংলাদেশের প্রশাসন ছোট পর্যায় থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায় পযন্ত চলছে সকল ধরনের দুর্নীতি । থানায় একটি ডাইরী বা কোন মামলা করতে বলেন কাগজে বিস্তারীত সব লেখে দেন তার পর মামলা কারী কাগজে সব লেখে দিলে থানার লোক বলে লেখা হয় নাই এভাবে হবে না অন্য ভাবে সাজিঁয়ে লেখতে হবে ঠিক আছে আমরাই লেখে দিচ্ছি তা চা পানের বাবদ কিছু খরচ দিতে হবে । এই হোল একভাবে দুর্নীতি আর আছে তারা অনেক ভাবে দুর্নীতি করে । এক পর্যায় বলতে হয় বাংলাদেশ দুর্নীতির ভালো বিস্তার লাভ করেছে । শুধু এক মাত্র বাংলাদেশ দুর্নীতির কারনে জাতীয় উন্নয়নমূলক কাজ গুলো বাধাগ্রস্ত হচ্ছে । উন্নয়নের যে চাকা আছে তা বার বার ভেঙে যাচ্ছে । তাই যে করেই হোক আমাদের দেশের এই সামাজিক ব্যধি সারাতে হবে । বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়তে হবে ।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন