আমার চোখ একটা বেশী,তাই একটু বেশী-ই নজরে পড়ে সব।

লিখেছেন লিখেছেন তিন চক্ষু মানব ২৫ আগস্ট, ২০১৪, ১১:৩৪:৫৭ রাত

আসলে পুরুষ বেশী লজ্জাশীল না নারী?এমন প্রশ্নের উত্তরে আমরা অধিকাংশই বিচার বিশ্লেশণ ছাড়াই একবাক্যে বলব নারী।নারী?কচু জানো যারা এই উত্তর দিয়েছ,তবে শুনুন লজ্জার কথা।পুরুষ ও নারীর লিঙ্গ নির্ধারক কয়েকটি অঙ্গ লজ্জাজনক ব্যাপার হওয়ায় আদিম মানুষ থেকে শুরু করে আজকের সভ্য মানুষ সকলেই উক্ত বিশেষ বস্তু সমূহ আবৃত রাখে,রাখুক,রাখাই উচিত্।কিন্তু আমার তিন নম্বর চোখ বলিল আবৃত থেকেও নারীরা অনাবৃত,আর পুরুষরা নারীদের চেয়ে বেশী লজ্জাশীল।নারীরা যে ধরনের পোষাক পড়ে থাকে তার অধিকাংশই ফাটুম-ফুটুম টাইপের হয়।,এবং তাতে বাইরে থেকে ভিতরের

খবর পাওয়া যায়।কিন্তু আমরা পুরুষরা কিন্তু ছ ইন্চি ফলাও করতে কখনই শুধুমাত্র আন্ডারওয়ারে রাস্তায় বেরোই না।হাজার লক্ষ মেয়ে যখন নিজেদের উদ্ধত বক্ষ দেখিয়ে রাস্তায় হাটছে,তখন রাস্তায় এমন একজন পুরুষও খুজে পাওয়া যাবেনা,যে নিজের বিশেষাংগ শো করছে।

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File