প্রধানমন্ত্রীর ভুয়া সংবাদ প্রচারে বিপাকে সৌদিতে বাংলাদেশ দূতাবাস,বিপদে সৌদি প্রবাসীরা ! দেখুন ভিডিও?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ ডিসেম্বর, ২০১৭, ১০:৫২:২৯ রাত

সৌদিআরব ও জিয়া পরিবারের দুর্নীতির মিথ্যা সংবাদে বিপাকে প্রবাসী শ্রমিকরা ! দুতাবাসকে জবাব দিতে সৌদির নির্দেশ

https://www.youtube.com/watch?v=cfYnWW0Tk28

এই শেখ হাসিনা সরকারের জন্য বাংলাদেশ মানুষ আজ বিদেশে এসে ও কোন সম্মান পায়না । আমাদেরকে মাথা নিচু করে চলতে হয় । মাঝে মাঝে এমন সব মিথা কথা প্রচার করে যে ক্ষনকি পরেই সেই মিথ্যাটা জন সম্মুখে প্রকাশ হয়ে পড়ে।

বাংলাদেশের রাজনীতি এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে য়ে এক জন নেত্রী , আর এক জন দেশ নেত্রীকে সম্মান দিয়ে কথা বার্তা বলে না । আমরা সাধারণ জনগণ না হয় ধরে নিলাম একজন নারী নেত্রী খারাপ, তো আর এক জন নেত্রী তো ভাল হওয়ার কথা, সেই নারী তো তার প্রতিপক্ষকে সম্মান দিয়ে কথা বার্তা বলতে পারেন । তাতে উভয় পক্ষেরই আত্মসম্মান বজায় থাকতো । কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের রাজনিতিতে কেউ সেই কাজটি করে না ।

বিষয়: বিবিধ

১৫০৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384596
২৫ ডিসেম্বর ২০১৭ রাত ১০:১৭
আব্দুল গাফফার লিখেছেন : কুলাংকারেরা দেশেও শান্তি দিচ্ছেনা ,বিদেশেও শান্তি দিচ্ছেনা। অভিশপ্ত বাল লীগ নিপাত যাক। ধন্যবাদ
২৬ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:০৪
317228
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File