৫ই মে হেফাজতের রক্তাক্ত সেই দিন ও বর্তমানের আপোষের ডায়রী

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ মে, ২০১৭, ১২:৩২:০৯ দুপুর

৫ই মে, আজো মনে পরে সেদিনের সেই প্রতিটি ক্ষনের কথা, হেফাজতে ইসলামের নামে ঢাকা শহরের তৌহিদী জনতার ঢলের কথা।

“বেগম জিয়ার” নির্দেশ ছিলো তাদেরকে যেন সর্বতোপ্রকার সহায়তা করা হয়, সে অনুযায়ী ঢাকার মানুষ সামর্থ্যানুযায়ী তৌহিদী জনতার পাশে দাড়ায়, কেউ শুকনো খাবার, কেউ শষা, তরমুজ, কেউবা পানি নিয়ে, সেদিন আমাদের অবস্থান ছিলো পল্টন মোড়ের উত্তর দিকটাতে, আমরা সাধ্যানুযায়ী ঐ অঞ্চলটাতে পানির বোতল, খাবার স্যালাইন দিচ্ছিলাম, সেদিন ছিলো প্রচন্ড রৌদ্রজ্জ্বল আজকের দিনের মতন-ই গরম!

আমরা যা তুলে দিতাম আলেম-ওলামাদের হাতে, আলেম-ওলামাগণ তার একটা অংশ তুলে দিতো তৃষ্ণার্ত পুলিশের হাতে।

যেটুকুন পানির বোতল ঢাকার জনতা তুলে দিয়েছিলেন আলেম-ওলামাদের হাতে, অালেম-ওলামাগণ তার থেকে বড় একটা অংশ পান করতে দিয়েছিলেন আইন-শৃংখলার রক্ষার কাজে নিয়োজিত পুলিশ বাহিনীর হাতে, দিন শেষে বায়তুল মোকাররম, মতিঝিল এবং অাশপাশের এলাকার সড়ক বাতি সহ বিদ্যুত সরবরাহ বন্ধ করে দিয়ে আন্দোলন বন্ধের নাম করে আলেম-ওলামা, এতিম শিশুদের উপর চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ

বিষয়: বিবিধ

১৫৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382954
১০ মে ২০১৭ দুপুর ০২:২১
হতভাগা লিখেছেন : হেফাজত এখন আওয়ামী লীগের হেফাজতে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File