‘জঙ্গি’ আল আমিন ছাত্রলীগ করতেন । জাতীর দাবী বালকে জঙ্গী তকমায় নিষিদ্ধ করে দলের নেত্রীকে কঠিন বিচারের আওতায় আনা হোক !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ এপ্রিল, ২০১৭, ০২:৫৩:০৮ দুপুর

ময়মনসিংহে জঙ্গি সন্দেহে গ্রেফতার সাতজনের মধ্যে একজন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে।স্থানীয় ইকবাল হোসেনের ছেলে আল আমিন (২৫) বাঘবেড় ইউনিয়ন শাখা ছাত্রলীগের ২নং সহ-সভাপতি।

http://www.amadershomoy.biz/unicode/2017/04/05/233930.htm#.WOX8ydR974Y

এই জঙ্গিটি যদি জামায়াত-শিবির বা বিএনপির লোক হতো তবে এতক্ষন সরকারের আবর্জনাখোর মিডিয়াগুলি একযোগে বলে উঠত জঙ্গি জঙ্গি , নিষিদ্ধ কর জেলে পুরো। আর ঐ বুইড়া শয়তান ইবলিসের সঙ্গি শাহরিয়ার ৭১ টিভিতে বলতো আজকের মধ্যেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করো।

গতকাল একটি ওনলাইন আবর্জনাখোর পত্রিকা বলেই ফেলেছে জামায়ত শিবির প্রকাশ্যে রাজনিতিতে না থাকাতে ওদের ভিতর থেকেই গ্রেফতারকৃত জঙ্গি তৈরী হচ্ছে ।

কতবড় আবর্জনাখোর হলে এমন কথা বলতে পারে ! আজ অবধি নিহত বা গ্রেফতাকৃত কোন জঙ্গি জামায়াত শিবিরের সাথে সমপর্ক থাক দুরের কথা দুরতম কোন সম্পর্কও নাই।

আমাদের দাবী 'বাল'কে অচিরেই নিষিদ্ধ করা হোক এবং ওদের মিথ্যাবাদী নেত্রিকে মাবতবাবিরোধী বিচারের আওতায় আনা হোক ।

সেটা্ এখন সম্ভব না জানি , অবৈধ সরকারের ক্ষুর কাটা গেলে আমরা সমল হত্যাকাান্ডের বিচার করব ইনশাআল্লাহ

বিষয়: বিবিধ

১৫৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382565
০৬ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন আলিগ নিষিদ্ধ হবে...................না!
০৬ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:৪৭
316132
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Surprised
382581
০৮ এপ্রিল ২০১৭ সকাল ১১:২৭
হতভাগা লিখেছেন : গুলশান হামলায়ও রোহান ইমতিয়াজের কথা উঠেছিল । এর আগে এইচ. বি. এম. ইকবালের ভাতিজাও গাড়ি দিয়ে শিকার করেছিল । পরে পুলিশই তাকে হোন্ডায় চড়িয়ে বাড়ি পৌছে দিয়েছিল।

আর এখন থেকে তো ভারত ব্যাপারটা আরও বেশী বেশী করে দেখবে।
382606
১১ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৬:১৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া আ্ওয়ামীলীগ এর অংগ সংগঠন গুলোর মধ্যে যে পরিমাণ অস্র রয়েছে সে পরিমান অস্র তামাম দুনিয়ার সকল জংগীদের কাছে আছে কিনা আমার সন্দেহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File