ইসলামের আলোকে জীবন পাল্টে দেওয়ার মতো কিচ্ছা ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:৫৪:১৬ বিকাল
;;;;;;;;;;;;বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী , রূপসী এবং সুনয়না ।
স্থানীয় এক মাস্তান যুবক হঠাত্ একদিন ইমাম সাহেবের স্ত্রী কে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমত তাকে বিরক্ত
করতে থাকে ।
একদিন ইমাম সাহেবের অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে যুবক বলল ,
হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি । তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি ।
তুমি কি আমার প্রস্তাবে রাজি ?
মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন ।
রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন ।
ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্তে :
শর্তটা হল "যদি যুবক একটানা চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই
তুমি রাজি হবে" ।
পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি ?
মহিলা বললেন একটি শর্ত আছে-যদি তুমি শর্ত পূরণ করতে পার
তবে আমি রাজি ।
তখন যুবক বলল কি শর্ত ?
মহিলা বলল শর্তটি হচ্ছে 'বিরতি না দিয়ে একটানা চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করতে হবে' । যুবক বলল
এটা তো সহজ শর্ত ,এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম ।
যুবক পরদিন ওযু করে সুন্দর পোশাক পড়ে সালাত আদায় করতে আসলো । ইমাম সাহেব সালাতের পর মুনাজাত করে বললেন , " হে আল্লাহ এক
পথহারা যুবকে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি "
যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে , ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে , জোহরের পর আছর , এরপর মাগরিব ,এরপর এশা । কোন বিরতি নেই ।
অতঃপর এভাবে যেদিন একটানা চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম
সাহেব কে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠলো এবং বলল ; আমাকে ক্ষমা করে দিন । আমি অন্ধকারে ছিলাম আল্লাহপাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন । আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন ।
ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন
হে আমাদের পালনকর্তা , সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না । এবং তুমি আমাদের করুনা দান কর , তুমিই
মহাদাতা অসীম করুনার আধাঁর । (সূরা আল ইমরান , আয়াত ৮)" ।
¤ "যথাযথ ভাবে সালাত আদায় কর, নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ
থেকে বিরত রাখে । আল্লাহর স্মরনই সর্বশেষ্ঠ। তোমরা যা কর তা আল্লাহ অবগত।
সূরা আনকাবুত আয়াত ৪৫" ।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন