নূর হোসেন-তারেক সাঈদসহ ২৬ জনের ফাঁসির রায় ঘোষনা ! আসলে কি ফাসি হবে !! শামিম ওসমানকে কেন বাদ দেওয়া হলো জাতি জানতে চায় ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৬ জানুয়ারি, ২০১৭, ১১:৫৯:১৬ সকাল



নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ২৬ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। কিন্তু জাতি আজকে জানতে চায় নুর হোসেনকে দেশ ত্যাগে সহযুগিতাকারী শামিম ওসমানকে কেন বিচারের মুখোমুখি করানো হলো না !

নুর হোসেনকে রিমান্ডে নিলে সে আরো অনেক সত্য কথা বলে দিত তাই তাকে জিজ্ঞাসা করা হয়নি । নুর হোসেন যদি জানতো তার ফাসির রায় হবে তবে নিশ্চয় সে আদালতে শামিম ওসমানের নাম বলতো ।

একদিন না একদিন হাসিনার কালনাগিনীর আসল চেহারা জাতীর সামনে পরিস্কার হবেই হবে । ফাসির রায় কবে হবে সেটাই দেখার বিষয়

বিস্তারিত বিবরন;

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নূর হোসেন, তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্সনায়েক হীরা মিয়া, ল্যান্সনায়েক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল মো: শিহাব উদ্দিন, এসআই পুর্নেন্দ বালা, র‌্যাবের সদস্য আসাদুজ্জামান নূর, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, রহম আলী, আবুল বাশার, নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, সেলিম, সানাউল্লাহ সানা, শাহজাহান, জামালউদ্দিন, সৈনিক আবদুল আলী, সৈনিক মহিউদ্দিন মুন্সী, আলামিন শরিফ, তাজুল ইসলাম, এনামুল কবীর।

এছাড়া এ মামলার বাকি নয় আসামিকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড।

রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন র‍্যাবের সদস্য। মামলার শুরু থেকেই র‍্যাবের সাবেক ৮ সদস্যসহ ১২ আসামি পলাতক।

বিষয়: বিবিধ

৯০৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381324
১৭ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:১০
হতভাগা লিখেছেন : এই রায়ে মায়ার মেয়ের সংসার ভেঙ্গে যাবে । হাসুবু খুব স্ট্রিক্ট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File