ইসলামী ব্যাংকের উপর অবৈধ সরকারের নোংড়া থাবায় আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে গেছে । হয়তো ব্যাংকে বিদায় জানানোও হতে পারে !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ জানুয়ারি, ২০১৭, ০৪:৫০:১৬ বিকাল
তিলে তিলে যাকে আদর সোহাগ দিয়ে বড় করেছিলাম , ৯০ দশকে ইসলামী ব্যাংকের গ্রাহক বাড়ানোর জন্য অক্লান্ত চেষ্টা করেছি কাতারের বুকে ।
বর্তমানের ইসলামী ব্যাংক নিশ্চয় অনেকের কাছে ইর্শনিয় বিশেষ করে বামরাম অনুসারী মুরিদদের। আমরা আল্লাহর কাছে দু হাত তুলে অভিষাপ দিব আল্লাহ তোমার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাচাতে অনেক চেষ্টা করেছিলাম আজকে জালিম সরকার আমাদের শেষ দুর্গেও আঘাত দিলো তুমি মাবুদ ঐ জালিমশাহীর কলিজায় তোমার কুদরতি হাতে আঘাত দাও।
ইসলামী ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় আসছে পরিবর্তন
http://www.amadershomoy.biz/unicode/2017/01/11/213247.htm#.WHYJdNR974Y
ইসলামী ব্যাংকে মাত্র ৫৫ মিনিটে ৭৫ জনের প্রমোশন ভাইভা
http://www.rtnn.net/bangla/newsdetail/detail/1/2/166150#.WHYJ89R974Y
অজানা আতঙ্কে ইসলামী ব্যাংকের অভ্যন্তরে অস্বস্তিকর পরিস্থিতি
http://www.rtnn.net/bangla/newsdetail/detail/1/2/166134#.WHYKRdR974Y
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব কিছুই রিপোর্টে লেখা হয়েছে। কি দোষে ব্যাংকটি দখল তা কিন্তু বলা হয় নাই। যাদের প্রভাব মুক্ত করা হল তাদের কোন বক্তব্য পাওয়া যায় নাই আওয়ামী লীগের জন্য দখলের ইতিহাস নূতন নয়। কিন্ত পরিনতি সুখকর নয় অনেক ভালো লাগলো ধন্যবাদ
জামায়াত শিবির দ্বারা ব্যাংকটি পরিচালিত হচ্ছে সুন্দর ভাবে লাভজনক ভাবে ব্যাংকটি পরিচালিত হচ্ছে
তাই সর্বশেষ জাগায় আঘাত করে আমাদেরকে দামানোর অপচেষ্টা মাত্র
ওরা নিজেদের মতো আমাদেরকে মনে করেছে আমরা কি ওদের মতো চোর ? ইসলামি ব্যাংকের টাকা দিয়ে নাকি জামায়াত চলে তাই !!!
ধন্যবাদ
দিন বদল হলে তখন দরকার মতো প্রতিশোধ অথবা আমাদের ভাইরা চেষ্টা করলে এক দিনের মধ্যেই ব্যাংক হয়ে যাবে
অনেক ধন্যবাদ ভাই জান সহমত প্রকাশ করার জন্য
মন্তব্য করতে লগইন করুন