অপরুপ পৃথিবীর মানুষ :কাজী নজরুল ,ঈমান আবু হানিফা , নাসিরুদ্দিন আলবানী এবং জাকির নায়েক কেউ পেশাদার আলেম নয় তারপরেও....

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৬:৪৮:৫৭ সন্ধ্যা



১. কাজী নজরুল রুটি বিক্রি করে যে কবিতা লিখেছে, তা বড় বড় ভার্সিটিরর শিক্ষক দের পড়তে দাত ভাংগে, আশ্চর্য হয়।

এখন যদি কোন ভার্সিটির শিক্ষক বলে কাজী নজরুলের চেয়ে তার শিক্ষাগত যোগ্যতা বেশি...

অতএব সে বড়, কত মুর্খ সে?

২. ঈমাম আবু হানিফা র: কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

ফিকাহ শাস্ত্রে তার যে অবদান, তা বর্তমান জামানার এক হাজার মুফতি তা করতে পারবে?

৩. আল্লামা নাসিরুদ্দিন আলবানী ঘড়ির মেকার ছিলেন, অথচ হাদিসের রেজাল শাস্ত্রে (জাল-জইফ নির্ধারন) তার যে অবদান.... বিংশ শতাব্দী তে কে আছে এমন।

৪. জাকির নায়েক.. পেশায় একজন ডাক্তার। আল্লাহ তাকে মেধা দিয়েছেন অসাধারণ।

কিছু বেদাতি মোল্লা যখন মিথ্যা কেচ্ছা, জাল হাদিস বয়ান এ ব্যাস্ত, তিনি তখন কোরান ও সহি হাদিসের প্রচার শুরু করেছেন বিশ্বব্যাপি। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেধা দেন, ক্ষমতা দেন, যা একাডেমিক লেখাপড়া দ্বারা সম্ভব নয়।

কোন একাডেমীক সার্টিফিকেট নাই... অথচ সেই রাসুল স: বিশ্বের শ্রেষ্ট মানুষ। আল্লাহ

সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান, যাকে ইচ্ছা তাকে দিয়ে ইসলামের খেদমত নেন, হিংসুকদের হিংসা আল্লাহর ইচ্ছা প্রতিরোধ করতে পারে না।

..... আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন।

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381012
৩০ ডিসেম্বর ২০১৬ সকাল ০৮:২৭
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম,

ভেজাল খেয়ে খেয়ে,
সহি আর হজম হতে চায় না বলে ই
মনে হিংসা জন্মে।
৩১ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:০৪
315260
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ব্যাবসার বিরুদ্ধে গো মিয়া ভাই তাই তো ......ওনাকে মুর্খ বলছে । যতদিন ইংরেজিতে বক্তব্য দিত ততদিন বাংলার কোন পীর ওনার বিরুদ্ধে যায়নি । বাংলায় ডাবিং করার পরে বলা শুরু করেছে .......তার মানে ঐ পীরগুলি সব মুর্খ পীর
০১ জানুয়ারি ২০১৭ সকাল ১০:২৯
315279
বিবর্ন সন্ধা লিখেছেন : হি হি হি

আর লজ্জা দিয়েন না।
তবে জয় কিছুটা তাদের ও হয়েছে,
চ্যানেল ব্যান করে দিতে পেরেছে।
381014
৩০ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:১৮
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ ! জাকির নায়েককে বিধর্মী মিডিয়া ব্যান করলেও তিনি মানুষদেরকে ক্বুরআন নিজে বুঝে পরার জন্য আগ্রহ গড়ে দিয়েছেন।
৩১ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:০৫
315261
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত মিয়া ভাই
381023
৩০ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কারন উনাদের ব্যবসা ধর্ম। আর জাকির নায়েক এর কাছে আদর্শ হচ্ছে ধর্ম।
৩১ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:০৫
315262
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যতদিন ইংরেজিতে বক্তব্য দিত ততদিন বাংলার কোন পীর ওনার বিরুদ্ধে যায়নি । বাংলায় ডাবিং করার পরে বলা শুরু করেছে .......তার মানে ঐ পীরগুলি সব মুর্খ পীর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File