মুসলমানরা বোকার সর্গে বসবাসের সামিল যারা বিজাতির সাথে লিয়াজো করে । আলজেরিয়া মুসলমানদের উপর ফ্রান্সের গনহত্যার ইতিহাস তেমনই নজির

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ জানুয়ারি, ২০১৭, ০৬:৫৫:৫০ সন্ধ্যা



গণতন্ত্রের ধূয়া তুলে যে ইউরোপীয় দেশগুলোর মুখ ফেনিয়ে গেছে এক সময় এরাই বিশ্বের বিভিন্ন দেশে ছলেবলে কৌশলে উপনিবেশ গড়ে তুলেছিল।

সম্পদের পাহাড় গড়তে এরা নির্বিচারে মানুষ হত্যা করতেও দ্বিধা করেনি। তাদের কাছে দখলকৃত উপনেবেশের বাসিন্দারা ছিল ‘ ইতর প্রাণী’ । আর তারা ছিলেন ত্রাতা। বিখ্যাত ফরাসী ঐতিহাসিক ও রাজনীতিবিদ অ্যালেক্সিস ডি টক্ভিল ১৮৩৫ সালে প্রকাশিত তাঁর ‘Democracy in America’ গ্রন্থে এ বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ‘আমরা যদি আমাদের চিন্তাধারার প্রতি লক্ষ্য করি, আমাদেরকে প্রায় এ সিদ্ধান্তে উপনীত হতে হয় যে, ইউরোপীয়রা মানবজাতির এক ভিন্ন গোত্রভুক্ত সম্প্রদায়, যেমন ইতর প্রাণীর বিপরীতে মানব সম্প্রদায়।

ইউরোপের গোত্রভুক্ত ফ্রান্স ১৯ শতকের শুরুতে উপনিবেশ বিস্তার করতে শুরু করে।বর্তমানে ফ্রান্সের আয়তন ৬ লাখ ৭৪ হাজার ৮৪৩ বর্গ কিলোমিটার। অথচ ১৯৬০ সাল পর্যন্ত সাম্রাজ্যবাদী এ রাষ্ট্রটির আয়তন ছিল ১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার।এর মধ্যে বড় একটি অংশ ছিল আফ্রিকা জুড়ে। ১৮৩০ সালে আলজেরিয়া দখলের মধ্য দিয়ে আফ্রিকায় প্রবেশ করে ফ্রান্স।

১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে হলে জেনারেল শার্ল দ্য গলের আহ্বানে আলজেরিয়ার তরুণরা ফ্রান্সের পক্ষে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। ১৯৪৫ সালে নাৎসী বাহিনির বিরুদ্ধে ফ্রান্স ও মিত্র বাহিনির জয় লাভ করে।

তারপর আনান্দ উতসব পালন করা কালিন সময় ফরাসি বাহীনি আক্রমন চালায় তাতে বিপুল সংখ্যক আলজেরিয় নাগরিক নিহত হয় ।

নিহত আলজেরিয় নাগরিকের মৃতদেহ টানছে কুকুর ব্রিটিশ ঐতিহাসিক অ্যালিস্টার হর্ন তার বিখ্যাত অ্য সেভেজ ওয়্যার অব পিস বইতে লিখেছেন, অভিযান চলাকালে নৃশংসভাবে আলজেরিয় নারীদের ধর্ষণ করে ফরাসি সেনারা।

১৯৫৪ সালে ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আলজেরিয়দের গণজাগরণ শুরু হয়। শেষ পর্যন্ত ১৯৬২ সালে ফরাসিরা আলজেরিয়াকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। এই সময়ের মধ্যে অভিযান ও বিচারের নামে অন্তত ১০ লাখ আলজেরিয় মুসলমানকে হত্যা করা হয়। একটি প্রজম্ম ভুল করলে আরেকটি প্রজম্ম ক্ষমা চাইবে – সভ্যতার আলো মানুষকে তাই শিক্ষা দিয়েছে। কিন্তু নিজেদের স্বার্থ রক্ষার বেলায় যারা মানবাধিকার তুবড়ি ছোটাতে দক্ষ সেই ফরাসিরা কিন্তু আজও আলজেরিয়ায় চালানো গণহত্যার বিষয়ে ক্ষমা চায়নি। ২০১২ সালে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ স্বাধীনতাযুদ্ধে আলজেরিয়ার জনগণের ওপর চালানো ‘হত্যাযজ্ঞের’ কথা স্বীকার করেছিলেন। তবে ওই নির্মমতার জন্য ফ্রান্সের পক্ষ থেকে ক্ষমা চাননি তিনি!

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381084
০১ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৩২
হতভাগা লিখেছেন : ইউরোপের যেসব দেশ তাদের মহাদেশ ছেড়ে অন্য মহাদেশে গিয়েছে সেখানে গিয়েছে লুটপাটের জন্যই
381086
০১ জানুয়ারি ২০১৭ রাত ১১:৩৬
স্বপন২ লিখেছেন :
ভালো লাগলো / ধন্যবাদ
381103
০২ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File