ভারতীয় সিরিয়ালগুলিই নারীদের মনোজগতে ভয়ঙ্কর প্রভাব ফেলছে যার প্রভাব জালের মতো ছেয়ে গেছে সরকারের ভারত প্রীতির কারনে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৭:২৮:২৮ সন্ধ্যা



ভারতীয় সিরিয়াল দেখাকে কেন্দ্র করে ২২ বছরের সুমি আক্তারকে পিটিয়ে হত্যা করেছে একই বাসার ভাড়াটিয়া রিনা বেগম।

ভারতীয় সিরিয়াল দেখার আসক্তিতে জড়িয়ে পড়ছেন নারীরা ও শিশুরা । স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি টিভি, সনি- এসব চ্যানেল যেন এখন রমনীদের কাছে নিত্যদিনের কাজের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রান্না কিংবা খাওয়া হোক বা না হোক, এসব চ্যানেলে অনুষ্ঠিত নাটক তাদের দেখা চাই-ই চাই।

এসব সিরিয়ালের নায়িকা কিংবা আকর্ষণীয় কোন নারীর নাম অনুসারে পোশাক বিক্রির হিড়িক। ভারতীয় সিরিয়ালের নায়িকা পাখির নামকরণে পাখি থ্রি-পিস কিনে না দেওয়াতে আত্মহত্যা করেছে বাংলাদেশের কিশোরী। এই পোশাক কিনে না দেয়ায় স্বামীকে তালাক দেয়ার মত ঘটনাও ঘটেছে।

প্রতিটা সিরিয়ালেরই বিষয়বস্তু পরকীয়া, স্বামী-স্ত্রী একে অন্যের প্রতি সন্দেহ, অবিশ্বাস, নারী-পুরুষের অবাধ মিলন, তুচ্ছ কারণে খুন, নির্যাতন, পরচর্চা ইত্যাদি।

সংগ্রহিত

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380932
২৭ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৪২
হতভাগা লিখেছেন : নারীরা দুনিয়াবী চাকচিক্য ও মৌজমাস্তির প্রতি বেশী আকৃষ্ট থাকে ।

তার উপর বাংলাদেশী মিডিয়ার লোকেরা চায়ই যে আমরা ভারতীয় সিরিয়ালের প্রতি আকৃষ্ট হই । ভাল কাজ করা খুব কঠিন , তার চেয়ে বরং বসে বসে ভারতের কাছ থেকে লাক্সারী পাচ্ছে । সুলেমান ও টিপুর উপর উনারা ক্ষ্যাপ্পা হলেও পাখি , কিরনমালাতে উনাদের কোন সমস্যা হয় না ।

ভারতীয় সিরিয়াল দেখে মেয়েরা কূটনামী শিখছে এবং তা প্রয়োগ করছে স্বামী ও স্বামীর আপনজনদের উপর । বেচারা স্বামী এসব কূটচাল বুঝতে না পেরে খাবি খায় ।

তাই এখন ছেলেরাও এসব সিরিয়াল দেখা শুরু করেছে । কুটনামী শিখতে নয় , মেয়েদের কূটনামী ধরতে।
২৮ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৪৯
315168
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই অপসাস্কৃতির বেড়াজাল থেকে এই জাতী কবে মুক্তি পাবে সেটার আশা প্রায় ক্ষিন
আল্লাহ আমাদের জাতী স্বত্তার হেফাযত করুক আমিন
আপনাকে সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ
380933
২৭ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৪৬
কুয়েত থেকে লিখেছেন : ভারত মানেই সিংহ ভাগ নোংরামির দেশ এদেশটি এশিয়ার সবচেয়ে বেশী মদপান কারিদেশ। বেহায়াপনার দিকে ওরা শ্রেষ্ট আর কৃপনের দিক দিয়ে ওরা পৃথিবীতে নাম্বার ওয়ান। ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
২৮ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৫০
315169
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার মন্তব্যর সাথে একমত
আল্লাহ আমাদের জাতী স্বত্তার হেফাযত করুক আমিন
আপনাকে সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ
380940
২৭ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উন্নতি হচ্ছে!!!
২৮ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৫০
315170
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : উন্নতি হচ্ছে উল্টা দিকে
ধন্যবাদ ভাই জান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File