জঙ্গি নাটকের ইতি কবে ? জাতি আর কত কাল অন্ধকারে থাকবে ?? জঙ্গিরা কেন জীবিত গ্রেপ্তার হচ্ছেনা জাতীর প্রশ্নর উত্তর কে দিবে ???

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ ডিসেম্বর, ২০১৬, ০১:৫৪:৫০ দুপুর



বিএনপির আমলে এই দেশের সকল ভয়ংকর জঙ্গিদের জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল। কেউ সেদিন এসব ঘটনাকে নাটক বলে নাই।

কর্নেল গুলজারদের অপারেশানকে কেউ সরকারের ইস্যু পরিবর্তনের হাতিয়ার বলে নাই।

জঙ্গি নেতা শায়াখ আব্দুর রহমান এবং বাংলা ভাইকে সেদিন জীবিত গ্রেপ্তার করা হয়েছিল। রিমান্ডে নেয়া হয়েছিল। মিডিয়ার সামনে বয়ান নেয়া হয়েছিল। দেশের মানুষ দেখেছিল এরা আসলেই জঙ্গি।

এর কারন, সেদিন র‍্যাবের উপর,পুলিশের উপর, বিশেষ করে কর্নেল গুলজারের উপর দেশের মানুষের আস্থা ছিল।

কিন্তু আজ যখনই দেশে কোন জঙ্গি অপারেশান হয়, পুলিশ, র‍্যাব, মিডিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী যতই মিডিয়াতে হাউ কাউ করে, দেশের মানুষ কে বিশ্বাস করাতে পারে না এগুলো আসল ঘটনা।

এরা আজ পর্যন্ত কোন জঙ্গি কে জীবিত গ্রেপ্তার করে না, কারন এসব সাজানো নাটকের অভিনেতারা বেঁচে থাকলে তো একদিন মুখ খুলে দেবেই।।

সত্য ঘটনাকে প্রমান করাতে নাটক সাজাতে হয় না। এর প্রমান কর্নেল গুলজারদের অপারেশান গুলো।

আর, মিথ্যা ঘটনাকে প্রমান করতে বারবার নাটক সাজাতে হয়,

এর প্রমান বর্তমান বেনজীরদের অপারেশান গুলো।

সংগ্রহিত

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380936
২৭ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৫৮
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মানুষ কিন্তু ভালই খাচ্ছে এই নাটক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File