ভন্ডপীর এর কেরামতি ! এবং ঝাটার বাড়ী । ভন্ডদের থেকে সাবধান থাকুন( পুরানো গল্পকে নতুনভাবে উথ্থাপন) দুঃখিত
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ ডিসেম্বর, ২০১৬, ০৩:০০:২৯ দুপুর
এক ভন্ড পীর এক বাড়িতে দাওয়াত খেতে গেছেন।
গৃহকর্ত্রী খাবার দিবেন " এমন সময় পীর সাহেব !!!
কারামতি দেখানোর জন্য হঠাৎ বলে উঠলেন 'হেহ চু চু চু হেহ'!
গৃহকর্ত্রী জিজ্ঞেস করলেন হুজুর কি হইছে ?
পীর সাহেব বললেন, মক্কা শরীফে কুকুর প্রবেশ করছিল আমি এখান থেকে
তাড়ালাম!
গৃহকর্ত্রী বুঝলেন বেটা ভন্ড তাই ওকে একটা শিক্ষা দিতে হবে।
গৃহকর্ত্রী কৈ মাছ ভাঁজি করে ভাতের নিচে রেখে প্লেইট ভর্তি ভাত পীর সাহেবের সামনে দেয়া হল।
পীর সাহেব তো ভাত খাচ্ছেন না। তরকারির অপেক্ষা করতেছেন।
গৃহকর্ত্রী জিজ্ঞেস করছেন হুজুর ভাত খাচ্ছেন না কেন?
হুজুর বলছেন তরকারি ছাড়া খাব কিভাবে?
এবার গৃহকর্ত্রী ঝাটা নিয়ে দিলো দৌড়ানি পীর সাহেবকে।
শালা ভন্ড মক্কা শরীফে কুকুর প্রবেশ করছে তা দেখতে পাও কিন্ত
ভাতের নিচে কৈ মাছ ভাঁজি দেখতে পাওনা?
সংগ্রিহিত
বিষয়: বিবিধ
১৫১৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুরুত্বপূর্ণ একটি বিষয় দৃষ্টিগোচর করার জন্য আন্তরিক মুরাকবাদ।
খুব ভালো লাগলো।
আপনাকেও অনেক ধন্যবাদ
বছরের পর বছর ধরে এরা সমাজে আছে।
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন