প্রধানমন্ত্রীর বিমান ত্রুটির ঘটনা একটি সাজানো নাটক। হনুমানী চ্যানেলকে দিয়ে দেশবাসীকে বোকা বানানোর কৌশল ধপাস
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৪:২৫:৫৬ বিকাল
হাসিনার ফ্যাসিস্ট সরকারের ইমেজ এতোই তলানীতে গিয়ে ঠেকেছে যে এখন ইমেজ রক্ষায় একের পর এক গল্প সাজানো হচ্ছে। আর সেসব গল্পের দৃশ্যায়ন করা হয় বিদেশের মাটিতে। তবে স্ক্রিপ্ট দূর্বল হওয়ায় বারবার নাটকগুলো ফ্লপ খাচ্ছে।
দেশের জনগণের ঘামের টাকা দিয়ে নামহীন বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট, এনজিও বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে পুরস্কার ক্রয় করে তারপর জনগণকে রাস্তায় আটকে রেখে সংবর্ধনার নামে নাটক যখন ফ্লপ, তখন নতুন নতুন দূর্ঘটনার নাটক সাজানো হচ্ছে। সে নাটকের প্রথম স্ক্রিপ্টের দৃশ্যায়ন হয় সৌদী আরব থেকে ফেরার পথে বিমানে। এবারও বিমানেই আরেকটি নাটকে দৃশ্যায়ন হয়ে গেল।
সম্ভাব্য বিমান দূর্ঘটনার বিষয়ে আওয়ামীলীগের নেতারা যখন তাদের নেত্রীর কী হতো, কী হতো করে হৈ চৈ শুরু করেছে, তখন এ বিষয়ে মুখ খুলেছেন বিমান বাহিনীর একজন সাবেক স্ক্রোয়াড্রন লিডার; যিনি বর্তমানে বেসরকারি বিমানের সিনিয়র পাইলট। তিনি বলেন, খোঁজ নিয়ে জেনেছি প্রধানমন্ত্রীর বিমান দূর্ঘটনার বিষয়টি একটি সাজানো গল্প। ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১১) ‘রাঙ্গা প্রভাত’ এর যন্ত্রাংশ যথেষ্ট আধুনিক এবং বিমান উড্ডয়নের পূর্বে সবরকম রিস্ক ও সিকিউরিটি পরীক্ষা করে নেয়া হয়েছে। বিশেষ এই বিমানটির পাইলট, ক্রু ও ইঞ্জিনিয়ারগণ খুবই দক্ষ, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ।
অবৈধ এই সরকারের প্রধান হাসিনার এখন শুধু অপঘাতে মৃত্যুর ভয়। তিনি শয়নে স্বপনে এখন আজরাঈলকে চোখে দেখছে।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো / অনেক ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন