অং সান সুচির নোভেল যেন হাসিনার নোভেল প্রাপ্তিতে সহযুগি !!! অসম্ভব হয়তো না। পশ্চিমাদের এজেন্ডা তো বাস্তবায়িত হচ্ছে !‍!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ নভেম্বর, ২০১৬, ০৬:৩২:০৫ সন্ধ্যা



লাখো লাখো মুসলিমের রক্ত নিয়ে উল্লাস করছে জীব হত্যা করা মহা পাপ বলা লোকরা। নিরামিশ খায় যাতে জীবের প্রানের কোন নাস না হয়। সেই তারাই জঘন্য থেকে জঘন্যতম উপায়ে মুসলমানদেরকে হত্যা করছে ।

প্রশ্ন এসেই যায় জীব যদি হত্যা করা মহা পাপ হয় তবে মুসলমানরা কি জীবের পর্যায়ে পড়ে না ?

অং সান সুচিকে যারা নোভেলের শান্তি পুরুস্কার দিয়েছিল তারা সুচির কোন গুনের কারনে এমনটি করেছিল তারাই বলতে পারবে।

অং সান সুচির ক্ষমতায়নের পরে বর্তমান অবস্থা বলছে নিশ্চয় পশ্চিমারা সুচির ভিতর সেই গুনটি দেখেছিল যেটি বর্তমানে সারা দুনিয়াব্যাপি দেখছে।

অল্প কথায় বলা যায় ২০০৮ সাল থেকে এই যাবত কাল যত ইসলামিস্ট স্কলারদেরকে হত্যা গুম জেলজুলুম পঙ্গুত্ববরন এবং বিরোধী রাজনৈতিক দমন নিপিড়ন করেছে অবৈধ হাসিনার সরকার তাতে নোভেল জিততে হয়তো আর বেশী পথ পাড়ি দিতে হবে না ।

তাও আবার শান্তিতে নোভেল !!!

অপরাধী হলেতো সে দেশিয় আদালতে সর্বচ্চশাস্তি পায় কিন্তু হাসিনা করেছে তার উল্টাটা।

ইসলামিস্ট হলেই বস ! অপরাধী হওয়ার দরকার নাই , হাসিনা বিরোধী হলেই চলবে।

বাংলার জমিনকে নাপাকি করনে অভ্যস্ত কিছু কুলাংগার শাহবাগে দাপাপাপি করলেই তাকে ফাসি দাও।

পশ্চিমাদের নজরে হাসিনা বর্তমানে নোভেলের শান্তি পুরুস্কারের প্রতিযুগিদের একজন হতে চলেছে।

আল্লাহ আমাদেরকে তথা মুসলমান সমাজকে সকল পংকিলতা থেকে মুক্ত করুক

আমিন

বিষয়: বিবিধ

৮৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380063
২৪ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৬
হতভাগা লিখেছেন : নোবেল শান্তি পুরষ্কার হচ্ছে সবচেয়ে বিতর্কিত এক পুরষ্কার ।

ওবামা ক্ষমতা আরোহনের মাত্র ২১ দিনের মাথায় নোবেলের জন্য মনোনিত হয়েছিলেন এবং পেয়েওছিলেন। কিছু করার সময়ও তখন হয়ে ওঠেনি । শুধু চাপাবাজি করেই নোবেল পেয়েছেন । আমেরিকানরাও বলেছে যে নোবেল কমিটি আমেরিকান প্রেসিডেন্টকে সন্মান করতে এটার ব্যবস্থা করেছিল।

লাইবেরিয়ান এক মহিলা গাছ লাগিয়ে এই শান্তির নোবেল পেয়েছিলেন।


এগুলো দেখে মনে হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা এদের চেয়ে অনেক আগেই নোবেল পাবার দাবীদার ছিলেন।
২৪ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১৭
314610
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : না ওরা গাছ লাগালে তো আর তাদের জনগনকে পাখির মতো গুলি করে বিনা বিচারে হত্যা করেনি
আসলে ওরা দুর্ভাগ্য খুনের মতো সহজ কাজটি করেনি ?
ঠিকই বলেছেন হাসিনা আরো এই পুরুস্কারটি পাওয়া উচিত ছিল যেহেতু পায়নি তাই আরো কিছু স্বীকার করলেই হয়তো পাবে
380083
২৫ নভেম্বর ২০১৬ রাত ১২:৫৫
স্বপন২ লিখেছেন :
ভালো লাগলো
380084
২৫ নভেম্বর ২০১৬ রাত ১২:৫৭
স্বপন২ লিখেছেন :
380085
২৫ নভেম্বর ২০১৬ রাত ১২:৫৯
স্বপন২ লিখেছেন :
380094
২৫ নভেম্বর ২০১৬ রাত ০২:৩০
স্বপন২ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File