ওদেরকে গ্রেফতারেও হাইকোর্টের আদেশ ! পুলিশের কাজটা কি বিরোধী দল ঠেংগানো !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ নভেম্বর, ২০১৬, ০৫:২২:২৮ বিকাল



ওদেরকে কে সামাল দিবে বলুন ? ওরা যে মাতবর ! মেম্বার !! চেয়ারম্যান !!! থানার পুলিশ !!!! এএসপি ইত্যাদি।

এমনকি কোর্টের বিচারকও ওরা ।

সন্ত্রাসের স্বর্গরাজ্য যেন হাজারো শহীদের বাংলাদেশ , অতংক যেন ছড়িয়ে পড়েছে লাখো বাংগালীর রক্তের দেশ ।

কলেজ বিশ্ববিদ্যালয়ে সচারাচর অস্রহাতে ওরাই মহড়া দিতে থাকে , কখানো প্রক্টোরকে বন্দি করে নাজেহাল করে ।

ছাত্রীদেরকে উত্তক্ত করে সরাসরি চলে যাবে কেউ প্রতিবাদ করতে পারবেনা ।

ওদের নাম ছাত্রলীগ বা আওয়ামিলীগ । চমতকার একটি নাম যেই নামের সাথে উর্দ্দু মিশ্রিত আছে তারাই উর্দ্দুকে ঘৃনা করে।

এই সন্ত্রাসীদের কাজের প্রতিবাদ করা যাবেনা ওদের কর্মের বিরুদ্ধে মানববন্ধন করা যাবে না ।

পুলিশ ওদেরকে গ্রেফতার করতে হাইকোর্টের আদেশ লাগে ।

ছিছি

এমন হাজাররো ঘটনা প্রতিনিয়ত হচ্ছে যার সামান্য কিছুই আমরা জানতে পারি ।

হাইকোর্টের নির্দেশের পর ১৩ আসামি কারাগারে

http://www.rtnn.net/bangla/newsdetail/detail/1/4/162127#.WDV7N9R974Y

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379987
২৩ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দেশে গিয়েছিলেন নাকি! বহুদিন আপনার পোষ্ট দেখি নাই।
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ১২:৫৩
314580
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম জান্নাতের বাবা ঠিক ধরেছেন
দেশ থেকে এসে পোষ্ট দিয়েছি
পাগলা কুকুর ...........
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ০২:০৮
314586
আবু জান্নাত লিখেছেন :
Crying Crying Crying
পাগলা কুকুর ...........

বুঝলাম না রে..........
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ০৩:৪৫
314587
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেশে থাকার পরেও পাগলা কুকুরের ভয়ে পেজে আসি নাই
379995
২৩ নভেম্বর ২০১৬ রাত ০৮:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা ডিজিটাল দেশ ভাই!
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ১২:৫৫
314581
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ডিজিটাল দুনিয়া
শুধু বাংলাদেশ নয় ডিজিটাল
ধন্যবাদ সবুজ ভাই
380000
২৩ নভেম্বর ২০১৬ রাত ০৯:৩৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।


অনেক দিন পর গুরুত্বপূর্ণ একটি লিখা নিয়ে হাজির হওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ১২:৫৭
314582
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালামা ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু । আপু আপনার জ্ঞান গর্ভপুর্ন লেখা পড়ি সত্যি অনেক কিছু জাানতে পারি । আপনাকে আরো বেশী বেশী লেখার তওফিক দিক আমিন
দেশে ছিলাম তাই পাগলা কুকুর তো ...........ধন্যবাদ আপু
380012
২৩ নভেম্বর ২০১৬ রাত ১০:৫৪
আফরা লিখেছেন : ভাইয়া কেমন আছেন ? আপনি তো দিনে আনেকগুলো পোষ্ট দিতেন এখন কেন দেন না ভাইয়া ?

ধন্যবাদ ভাইয়া
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ১২:৫৯
314583
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেশে গিয়েছিলাম আপনার ভাবীকে দেখতে তাই আরকি
আপনি ভাল আছেন আপু ?
দেশে পোষ্ট দেইনি পাগলা কুকুরের ভয়ে
ধন্যবাদ
380023
২৪ নভেম্বর ২০১৬ রাত ১২:৩৯
কুয়েত থেকে লিখেছেন : সন্ত্রাসের স্বর্গরাজ্য যেন হাজারো শহীদের বাংলাদেশ , অতংক যেন ছড়িয়ে পড়েছে লাখো বাংগালীর রক্তের দেশ।হে আল্লাহ মজলুমের আহাজারি তুমি কবুল করো। আপনাকে অনেক ধন্যবাদ
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ১২:৫৯
314584
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন ইয়া রব্বুল আলামিন
আপনাকে অনেক ধন্যবাদ
380031
২৪ নভেম্বর ২০১৬ রাত ০৪:১৬
স্বপন২ লিখেছেন :
ভালো লাগলো /
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ০১:০০
314585
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
380066
২৪ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
হতভাগা লিখেছেন : এদের কিছুই হবে না । দুইদিন পর জামিনে ঠিকই বের হয়ে আসবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File