ওদেরকে গ্রেফতারেও হাইকোর্টের আদেশ ! পুলিশের কাজটা কি বিরোধী দল ঠেংগানো !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ নভেম্বর, ২০১৬, ০৫:২২:২৮ বিকাল
ওদেরকে কে সামাল দিবে বলুন ? ওরা যে মাতবর ! মেম্বার !! চেয়ারম্যান !!! থানার পুলিশ !!!! এএসপি ইত্যাদি।
এমনকি কোর্টের বিচারকও ওরা ।
সন্ত্রাসের স্বর্গরাজ্য যেন হাজারো শহীদের বাংলাদেশ , অতংক যেন ছড়িয়ে পড়েছে লাখো বাংগালীর রক্তের দেশ ।
কলেজ বিশ্ববিদ্যালয়ে সচারাচর অস্রহাতে ওরাই মহড়া দিতে থাকে , কখানো প্রক্টোরকে বন্দি করে নাজেহাল করে ।
ছাত্রীদেরকে উত্তক্ত করে সরাসরি চলে যাবে কেউ প্রতিবাদ করতে পারবেনা ।
ওদের নাম ছাত্রলীগ বা আওয়ামিলীগ । চমতকার একটি নাম যেই নামের সাথে উর্দ্দু মিশ্রিত আছে তারাই উর্দ্দুকে ঘৃনা করে।
এই সন্ত্রাসীদের কাজের প্রতিবাদ করা যাবেনা ওদের কর্মের বিরুদ্ধে মানববন্ধন করা যাবে না ।
পুলিশ ওদেরকে গ্রেফতার করতে হাইকোর্টের আদেশ লাগে ।
ছিছি
এমন হাজাররো ঘটনা প্রতিনিয়ত হচ্ছে যার সামান্য কিছুই আমরা জানতে পারি ।
হাইকোর্টের নির্দেশের পর ১৩ আসামি কারাগারে
http://www.rtnn.net/bangla/newsdetail/detail/1/4/162127#.WDV7N9R974Y
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশে গিয়েছিলেন নাকি! বহুদিন আপনার পোষ্ট দেখি নাই।
দেশ থেকে এসে পোষ্ট দিয়েছি
পাগলা কুকুর ...........
বুঝলাম না রে..........
শুধু বাংলাদেশ নয় ডিজিটাল
ধন্যবাদ সবুজ ভাই
অনেক দিন পর গুরুত্বপূর্ণ একটি লিখা নিয়ে হাজির হওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
দেশে ছিলাম তাই পাগলা কুকুর তো ...........ধন্যবাদ আপু
ধন্যবাদ ভাইয়া
আপনি ভাল আছেন আপু ?
দেশে পোষ্ট দেইনি পাগলা কুকুরের ভয়ে
ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
ভালো লাগলো /
মন্তব্য করতে লগইন করুন