চোর দেখেছিস ! না স্যার । দেখিস নাই কেন ! সামনে দিয়ে যায়নি । কি জানিস ! আমার নাম।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:২২:২৭ বিকাল



তুই চোর ! না স্যার আমি চুরি করি নাই । তাহা হলে চোর দেখেছিস ! না স্যার তাও দেখি নাই ।

তবে রে শালা, তুই কি জানিস ?

আমার নাম জানি।

হ; পাইছি তোকেই খুজছিলাম । গত কয়েকটা দিন তোর মতো হাবা হাসমত টাইপের কাউকে খুজছিলাম রে। কেন জানি আমার সামনে শিকার আসতেছিলনা। পকেটে কোন টাকা নাইরে ।

তোকে মাদকদ্রব্য আইনে গ্রেফতার করা হলো । তোর পকেটে ইয়াবার টেবলেট পাওয়া গেছে তোকে কোর্টে চালান দিব তারপর মজা বুঝবিরে শালা পুলিশ কাহাকে বলে।

স্যার আমাকে মাফ করবেন , জীবনে কোন দিন ইয়াবা টেবলেট দেখিনাই পাচারতো দুরের কথা।

আচ্ছা এখন দেখাবো বলেই লোকটির পকেটে কয়েকটি ইয়াবার টেবলেটের প্যাকেট ঢুকিয়ে দিল আর বলল এইটার নাম ইয়াবা।

আমাদের পুলিশ এবং জনগনের মধ্যে নাটকের একটা অংশ বললাম

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378055
২৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:১২
শফিউর রহমান লিখেছেন : শাসনের দ্বায়িত্বে যারা, তারাই যখন অপশাসনে লিপ্ত হয় তখন জনগণকে নেমে আসতে হয় শাসককে শাসন করার জন্য। হয়তো সেই সময় এসে গেছে - যদি জনগণ তা বুঝতে পারতো।
২৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৩
313344
রাশেদ বিন জাফর লিখেছেন : ভাই, আপনার সাথে সহমত
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:০৫
313357
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বুঝতে পারার কারনে বন্দুকের সামনে চলে যাচ্ছে হায়েনারা মায়াদয়াহীন পাখির মতো স্বীকার করছে
আল্লাহ আমাদেরকে হেফাযত করুক
আমিন
378058
২৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২৮
নূর আল আমিন লিখেছেন : সেভাবেই চলছে
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:০৫
313358
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমতের প্রতিফলন ঘটুক
378066
২৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৬
রাশেদ বিন জাফর লিখেছেন : ভাই, আপনার সাথে সহমত।চালিয়ে চান,,,,
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:০৬
313359
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ধন্যবাদ
378070
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৩৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আরো কত কি দেখবে আগামি..................।
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:০৭
313360
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু
আমাদের শাষক নয় এটা শোষক
378121
৩০ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৫১
হতভাগা লিখেছেন : এই ধরনের কাজ করতেই পুলিশের চাকতি পেতে এত দেন দরবার।

নিরীহ মানুষদের গ্রেফতার করে তাদের কাছ থেকে খসানো পুলিশের কাছে ১০ টা ঈদের মত আনন্দের।
৩০ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৪৮
313412
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand Rolling on the Floor সব ছাত্রলীগ
৩০ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৯:০৩
313413
হতভাগা লিখেছেন : না , এরা আগে থেকেই আছে ।
379320
০১ নভেম্বর ২০১৬ রাত ১২:১৪
জিহর লিখেছেন : দারুন...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File