বাদশা হারুনুর রশিদ এবং বাহলুল পাগলের অভুতপুর্ব কথোপকন। শিক্ষনীয় ঘটনা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৪:০৫ রাত
(৭৮৬-৮০৯খ্রিঃ) বাহলুল নামে এক পাগল ছিল ৷ যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশীদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন ৷
বাদশাহ তাকে ডাক দিলেন: বাহলুল ! ওই পাগল ! তোর কি আর জ্ঞান ফিরবে না ? বাহলুল বাদশাহর এ কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল- হারুন ? ওই পাগল ! তোর কি কোনদিন জ্ঞান ফিরবে না ? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুই, যে সারা দিন কবরস্থানে বসে থাকে ? বাহলুল বলল, আমিই বুদ্ধিমান ৷
বাদশাহ: কীভাবে ?
বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গীলা দালান ক্ষণিকের আবাসস্থল, এবং এটি (কবরস্থান) স্থায়ী নিবাস;
এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি ৷ অথচ তুই গ্রহণ করেছিস ঐ রঙ্গশালাকে আর এই স্থায়ীনিবাসকে (কবর) এড়িয়ে চলছিস। রাজপ্রসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে পাগল কে?
বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠল, তিনি কেঁদে ফেললেন ৷ তাঁর দাড়ি ভিজে গেল ৷
তিনি বললেন: খোদার কসম ! তুমিই সত্যবাদী। আমাকে আরও কিছু উপদেশ দাও ! বাহলুল: তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট , তাকে যথার্থভাবে আকড়ে ধর ৷
বাদশাহ: তোমার কোন কিছুর অভাব থাকলে আমাকে বল, আমি তা পূরণ করব ৷ বাহলুল: হ্যা, আমার তিনটি অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পার তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব ৷
বাদশাহ: তুমি নিঃসঙ্কচে চাইতে পার ৷
বাহলুল: মরণের সময় হলে আমার আয়ূ বৃদ্ধি করতে হবে ৷
বাদশাহ: আমার পক্ষে সম্ভব নয় ৷
বাহলুল: আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে ৷
বাদশাহ: আমার পক্ষে সম্ভব নয় ৷
বাহলুল: আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে ৷
বাদশাহ: আমার পক্ষে সম্ভব নয় ৷
বাহলুল: তবে জেন রাখ, তুমি বাদশাহ নও বরং তুমি অন্য কারও অধীনস্থ, অতএব তোমার কাছে আমার কোন চাওয়া বা প্রার্থনা নেই ৷
সংগ্রহিত ttps://www.facebook.com/abdul.nawab?hc_ref=NEWSFEED&fref=nf
বিষয়: বিবিধ
৩৬২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার গল্প। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে........
মন্তব্য করতে লগইন করুন