নেড়ি কুকুরদের গল্প! আমাদের সুশীর সমাজ আসলে নেড়ি কুকুর জাতীয় কিছু:-আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:০৫:৫৮ দুপুর

আমরা কোনদিন শুনিনা পাকিস্তান সীমান্তে ভারত গুলি করেছে নিরীহ কোন পাকিস্তানী নাগরিককে।

১৮ জন সৈন্যকে মেরে ফেরার পরও কেবল হম্বিতম্বি ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে কিছু করার মুরোদ নেই। অথচ সীমান্তে ‘বন্ধু’ রাষ্ট্র বাংলাদেশের নাগরিককে দেখলেই তাদের ‘বীরবাহিনীর’ গুলি!

আমার স্ত্রী কাল অবাক হয়ে প্রশ্ন করে ভারত কেন গুলি করে শুধু বাংলাদেশের মানুষকে ? আমি বললাম, নিশ্চয়ই কুত্তা-বিড়াল ভাবে আমাদের, জানে হাজারে হাজারে মেরে ফেললেও এদের সরকারের কিছুই আসে যায় না।

জানে এটাই একমাত্র দেশ যেখানে সুশীর সমাজ আসলে নেড়ি কুকুর জাতীয় কিছু। দিনে রাত জুতার বাড়ি মেরে একটু উচ্ছিষ্ট (সামান্য ব্যবসা, পদক, পুরস্কার বা বিনা পয়সায় ভারত ভ্রমন) ছুড়ে ফেললেই এ’জাতির বিবেকরা জিহবা বের করে চাটতে থাকে তাদের!

অথচ এই জাতিই একদিন বর্বর পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল! প্রশ্ন হচ্ছে বিবেক-প্রজাতিরা কি আসলেই তখন যুদ্ধ করেছিল, নাকি সত্যিই কেবল আমোদ-প্রমোদে ব্যস্ত ছিল? যুদ্ধ করলে কখনো এমন নেড়ি কুকুর হওয়া কি সম্ভব?

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377951
২৫ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
শফিউর রহমান লিখেছেন : এই জাতিকে নেড়ী কুকুর বানানোর মিসনেই কাজ করছে এই দেশের পেইড মহারথীরা। সবচাইতে বড় সফলতা তারা দেখাতে পেরেছে শিক্ষাক্ষেত্রে। এইভাবে চলতে থাকলে, সুবিধা দেয়ারও দরকার হবে না, এমনিতেই লালা ঝরা জিব বের করে চাটতে থাকবে আজীবন। চাটতে পারাটাই তাদের জন্য সৌভাগ্যের মনে করে তৃপ্ত হবে।
২৫ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৯:৪২
313247
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File