নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি কানাডা । হলুদ মিডিয়ার মিথ্যাচার প্রকাশ পেয়েছে জনতার সামনে ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৪২:১৮ সন্ধ্যা
রাত পোহালেই যারা মিথ্যার ফুলঝুড়ি নিয়ে হাজির হতে পারেন তারাই সম্ভবত হলুদ মিডিয়া এবং হাসিনার আজ্ঞাবহ ইয়েচ স্যার। স্যার বলেছে মিথ্যা ওকে স্যারের কথাই সত্যি !! ) )
হাসিনা- ক্যানাডার প্রধানমন্ত্রীর সাথে এজেন্ডার বাইরে মিটিং করেছিল ফটোসপের জন্য, যাতে হলুদ মিডিয়া আওয়ামিলীগের সমর্থকদেরকে পাগল বানাতে পারে।
সত্যটা আজ মুখ ফসকে বের করে দিল অবৈধ সরকারের আইন মন্ত্রী আনিছুল হক ।
কানাডা সরকার মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি ।
শনিবার দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পত্রিকাগুলোতে এ রকম খবর পাওয়ার পরে আমাকে নিউ ইয়র্ক থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। আমাদের দুজনের আলোচনার প্রেক্ষিতে এই খবরটার সত্যতা জানতে কানাডায় বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করি এবং সেখানকার হাই কমিশনার জানান, এই সংবাদটি সর্বৈব অসত্য। তিনি তার জায়গা থেকে কনফার্ম করেছেন এটার কোনো সত্যতা পাওয়া যায়নি।
আনিসুল বলেন, কানাডায় বাংলাদেশের হাই কমিশনার ওই দেশের সাংবাদিকদের পাশাপাশি নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন।
এছাড়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কেও হাই কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করে ওই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি বলেও জানান আইনমন্ত্রী।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাই হোক পোস্টের জন্য ধন্যবাদ।
কানাডা এই কলঙ্ক আর কতকাল বয়ে বেড়াবে ?
ব্যাচারা তো খারাপ কিছু করেনি তাই না ! মুজিব নিহত হওয়ার পরে দেশের জনগন খুশি হয়েছিল কেউ শোক দিবসও পালন করেনি কান্নাকটি তো দুরের কথা
০ অবশ্যই খারাপ কাজ করেছে । তা না হলে পালিয়ে বেড়াচ্ছে কেন ? সাহস থাকলে বাংলাদেশে আসুক ।
জনগন যদি তার বা তাদের কাজে খুশি হয়ে থাকে তাহলে ভয় কিসের ?
তাদের ভয় হচ্ছে - হাসুবু এখন ক্ষমতায় এবং পর পর দুই বার । এ থেকেই বোঝা যায় জনগন কাকে চায় এবং কার কাজে খুশি হয়েছে।
এসব উন্নত বিশ্বের তকমা ধারীরা ৩য় বিশ্বের ক্রিমিনালদের অভয়ারন্য হয়ে যাচ্ছে।
আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিচারপতিদেরকে রায় লিখতে বলেছে এই আরকি
মন্তব্য করতে লগইন করুন