নিউ ইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠান থেকে হাসিনা বেরিয়ে যাওয়ার পর লীগে-লীগে কামড়াকামড়ি Cool Cool Cool Cool

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৬:৪২ রাত



যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মারামারি, হইচই ও চেয়ার ছোড়াছুড়িতে উপস্থিত শিশুসহ নারী-পুরুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে এদিক-ওদিক দৌড়ে আত্মরার চেষ্টা করেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানকে উদ্দেশ্য করে ‘ধর-ধর-সিদ্দিক ধর’, ‘হৈ হৈ রৈ রৈ-সিদ্দিক তুই গেলি কই’ ইত্যাদি স্লোগানের মধ্যে বেশ কয়েক মিনিট ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। চেয়ার ছোড়াছুড়ির মধ্যে কয়েকজন নারীকে মিলনায়তনের মেঝেতে পড়ে যেতে দেখা যায়। বিডি নিউজ।

স্থানীয় সময় বুধবার রাতের এ ঘটনা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে পুলিশ ডাকেন হোটেল গ্র্যান্ড হায়াতের নিরাপত্তা রীরা।

রাত সাড়ে ৯টায় অনুষ্ঠানস্থলে আসেন শেখ হাসিনা।

উপস্থাপক স্বাগত বক্তব্যের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নাম ঘোষণা করেন।

মঞ্চের কাছাকাছি থাকা আজাদ যখন মাইক হাতে নিতে যান, সে সময় মঞ্চে শেখ হাসিনার পাশ থেকে ওঠে এসে মাইক কেড়ে নেন সভাপতি সিদ্দিকুর। নিজেই মিনিটখানেকের স্বাগত বক্তব্য দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে বক্তব্যের আহ্বান জানান।

এ ঘটনার পরই মিলনায়তনে শুরু হয় উত্তেজনা। শেখ হাসিনার।বক্তব্যের মাঝামাঝিতে মিলনায়তনের পেছনের অংশে গোলযোগ দেখা দিলে নিরাপত্তা রীদের মধ্যস্থতায় তা মিটে যায়।

বক্তব্য শেষে শেখ হাসিনা মঞ্চ ত্যাগের পরই ভিন্নরূপ নেয় পুরো মিলনায়তন।

এক পর্যায়ে এই গণ্ডগোল মিলনায়তনের বাইরেও ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলে অবস্থানরত বিভিন্ন দেশের অতিথিরাও সন্ত্রস্ত হয়ে এদিক-সেদিক ছোটেন। Eat Eat Eat Big Hug Big Hug

বিষয়: বিবিধ

৮০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377830
২৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:০৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৩ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৬
313162
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File