মগের মুল্লুক বলে মনে হচ্ছে। চুরিতো চুরি - আরো বেশী বেশী ছিনাজুরি ! বাহঃ সোনার বাংলাদেশ !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৫:১৮ রাত
ছেলে খেলার মাঝেও যদি ইনকামের রাস্তা বের করা যায় আর সেই রাস্তার বিপরিতে কোন প্রতিবন্ধকতা না থাকে তবে সেই খেলা কে না খেলে? ছিনা" জুরির ক্ষমতা থাকলে তো কোন কথাই নাই।
আমাদের অবৈধ প্রধানমন্ত্রী ও তার পরিষদ , গ্রহপালিত ( বিরোধীদল) জানোয়ারদেরকে খাচায় পুরে ক্ষমতার স্বাধ নিচ্ছে তো নিচ্ছে! মগের মুল্লুক বলে মনে হচ্ছে।
ইচ্ছামত আইন তৈরী ,ইচ্ছামতন আইন পরিবর্তন , লোকবল জনবল আমলা নিয়োগ সরকারী টাকা তসরুফ ইত্যাদি কাজগুলি মনে হচ্ছে ইচ্ছাকৃতই করতেছে।
ওবায়দুল কাদের( ফাটা কেষ্ট) রাস্তায় ঘুরে ঘুরে কোটি কোটি টাকা কামাই করে চলেছে। বিনা টেন্ডারে সড়ক নির্মান করছে রডের বদলে বাশের কাবারি , পিজের বদলে মাটিয়া তৈল ইত্যাদি ইত্যাদি।
কাকের মতো । মনে করতেছে ওরা দুনিয়ার বড় বান্দর কিন্তু আসলে কি তাই? ওরা হলো বান্দর বেশী মানুষরুপি জঙ্গিগ্রুপ।
সময়ের তালে তালে হাসিনার ১০০% সাবধানতা সত্বেও রাতদিনের মতো ওদের চুরির তথ্থ প্রমান পরিস্কার হতে শুরু হয়েছে। যেই কোন সময় বাবার মতো ভারতিয় গোয়েন্দাদের চোখ ফাকি দিয়ে কুপোকাত হয়ে যাবে এমনই ধারনা হচ্ছে।
আমরা মজলুম । আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে হত্যার মাধ্যমে আমাদের আন্দলনকে দাবাইয়া খারতে চেয়েছিল কিন্তু গভির রাতের চোখের পানিকে দমন করার রাস্তা ফাকা আছে।
http://amrajatiotabadi.blogspot.com/2014/10/blog-post_4.html
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সামনে মনে হয় মাসে ১০০০০ হলেই ট্যাক্স বসবে ।
পাবলিকের তো দরকার নাই তাই পাবলিকের কথার কোন দামও নাই ২০১৯ সালে !!! লোকজনে ট্যাক্স দিবে
আপনি বোকার স্বর্গে আছেন। সরকার অবৈধ অথচ আপনি আসা করছেন বৈধ মানি/টাকা!!! আম গাছে আমই হবে কখনই জাম হয় না।
মন্তব্য করতে লগইন করুন