অন্যায় জুলুম হজম করবেন নিরবে-সত্য বলতে পারবেন না। বৈরি তুরস্ক ও পাকিস্তান । ড্যাফোডিলের শিক্ষিকা সত্য বলে চাকুরী হারালেন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:১৮:৫৬ বিকাল
মীর কাশের পক্ষে সত্য কথা বলাতে ড্যাফেডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন সুলতানার চাকুরী হারালেন ।
সত্য ও ন্যায় কথা বলাতে আবারও বৈরি তুরস্ক ও পাকিস্তান
আপনি নিরবে মার খেতে থাকবেন আর আপনাকে জোর করে মিথ্যা সাক্ষি দিয়ে ফাসি বা জেলে ঢুকাবে কিন্তু সত্য কথা বলতে পারবেন না। শুধু আপনি নয় আপনার হয়েও কেউ সত্য প্রকাশ করতে পারবেনা ।
নিরবে হজম করবেন ! করবেন !! অপেক্ষা করতে হবে আল্লাহর প্রতিশ্রুত ওয়াদা আসার আগ পর্যন্ত
অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ দিন রাত যেমন সত্য আল্লাহর রহমত আসাও তেমন সত্য
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুরষ্কের এত ফালাফালির মানে কি ? ক্যু ব্যর্থ করে দিয়ে কি এরদোগান সাহেব হিরো বনে গেছেন ? বিশ্ব রাজনীতিতে তুরষ্কের চেয়ে ভারতের প্রভাব অনেক বেশী ।
মীর কাশেমরা এই দেশেই জাতীয় বীরের খেতাব পাবে আর এই জালিমরা ডাষ্টবিনের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ
অপেক্ষা করতে হবে
উনাকে বীরশ্রেষ্ঠ প্লাস খেতাব দেওয়া হবে।
@ সাম্যবাদী
এখন তুরষ্ককেও আব্বা ধরা হইতেছে ! যাদের আব্বা ধরেন তারাই তো ফাঁপড়ে চলে যায় ।
মধ্যপ্রাচ্যে যেসব মুসলমান দেশের যাদের সাথে আমেরিকা বা রাশিয়া বা উভয়ে হাত মেলায় তাদের খবর হয়ে যায় ।
দক্ষিন / দক্ষিন পূর্ব এশিয়াতে প্রভাব ফেলতে হলে ভারতকে ভেল্যু দেওয়াই লাগে।
তেরি বেরি কইরাও তো কেরি সাহেব ঠিকই লোক হাসালো।
শেখ মুজিবও কিন্তু ভারতের কথায় উঠতো বসতো তারপরেও সেই ভারতের ইঙ্গিতেই মুজিবকে হত্যা করা হয়েছিল
দেখা যাবে সময় গড়াক
১৯৭৫ একটা এখন কিন্তু ২০১৬
Remember
আল্লাহ আমাদেরকে হেফাযত করুন আমিন
মন্তব্য করতে লগইন করুন