বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে মুসলিম উম্মার নেতা এরদোগান। কারন নিজামীকে ফাসী দেওয়া হয়েছে।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ মে, ২০১৬, ০৪:৫৩:৩৯ বিকাল
জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দেবরিম ওজটুর্ককে প্রত্যাহার করেছে তুরস্ক।
আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে কূটনৈতিক সূত্রের উদ্বৃতি দিয়ে তুরস্কের অনলাইন হুরিয়াত ডেইলি নিউজ জানায়, ওই রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই কূটনৈতিক সূত্র বলেছেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আজকের মধ্যেই রাজধানী আঙ্কারায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ১১ই মে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর ফাঁসি দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
নিজামীর ফাঁসির নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানও। তিনি ১০ই মে বলেছেন, একজন মুজাহিদকে ফাঁসি দেয়ার মানসিকতার আমি নিন্দা জানাই। নিজামীর বয়স ৭০ বছরের ওপরে। আমি বিশ্বাস করি তিনি পৃথিবীকে কোন অপরাধ করেন নি। তিনি বলেন, এটা ঘৃণার বহিঃপ্রকাশ।
বার বার আমাদের পদক্ষেপ নেয়ার পরও তাকে মৃত্যুদ- দেয়া হয়েছে। এটা কোন সুশাসনও নয়, নয় কোন গণতান্ত্রিক মানসিকতা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবিদের গণহত্যার দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রধান মতিউর রহমানকে বুধবার দিনের একেবারে শুরুতে ফাঁসি দেয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো বলছে, নিজামীকে যে প্রক্রিয়া ফাঁসি দেয়া হয়েছে তাতে আন্তর্জাতিক মানদ- অনুসরণ করা হয় নি। তবে সরকার এমন অভিযোগ অস্বীকার করেছে। বরং সরকার বলছে, এ বিচারে সমর্থন রয়েছে বেশির ভাগ বাংলাদেশীর।
বিষয়: বিবিধ
১৪৯৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
We you capable to do that because Iktur Udden Mohammed bin Baktier Khalgi, a man of Tark first established Muslims rule in Bangladesh।
ইউরোপে যত শরনার্থি আছে তার মধ্যে সবচেয়ে বেশী আছে তুরুস্কে
ভদ্রলোক চেয়েছিল যাতে পৃথিবীর অন্যান্ন দেশ বাশারকে চাপ প্রয়োগ করে
US UK গেল তল
টার্কি বলে কত জল ?
মন্তব্য করতে লগইন করুন