চোরেরও একটা নীতি থাকে-মিথ্যাবাদী ও মিথ্যার শ্রেনী বিন্নাস করে। কিন্তু হাসিনার কোনটাই করেনা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৩ মে, ২০১৬, ১২:৩৪:০৭ রাত

হাসিনার আমলারা মিথ্যা কথা বলে ঠিক মানতে না পারলেও মনরে বুঝ দেওয়া যায় এই বলে, যে এই আমলা গুলি পোষা ও প্রশিক্ষিত ডগস্কোয়ার্ডের সদস্য। এদের কাজ বাড়ীর লোক ব্যাতিত অন্য কউকে দেখলে কামড় দেওয়ার শক্তি না থাকলেও ঘেউ ঘেউ করবে মনিবের ভালবাস পেতে।

মনিব মনে করে আমার পোষ্যটি আমার বড়ই আনুগত্য এবং আমার বন্ধু তাই তাকে অনেক আদর সমাদর করে দুধকলা খেতে দেয়।হাসিনার থেকে কিছু পেতে এমন করে স্বাভাবিক।

ওর বাবার মন্ত্রীত্বে থেকে এমন করেছিল এই আমলাগুলি কিন্তু ১৫ই আগস্ট ঘটনার পরে ওরাই নতুন সরকারের মন্ত্রী হয়েছিল।

কিন্তু হাসিনা ! একবার তো কমপক্ষে জনগনের ভোটে নির্বাচিত হয়েছে বলে আমি মনে করি ( বাকি একটা কারসাজী আর অন্যটা নির্বাচন ছাড়া) সেই হাসিনা যদি তার পোষ্য স্কোয়ার্ডের অনুকরন করে তবে আশ্চার্য় না হয়ে পারা যায়না।

দেশের কোথাও কোন কুটনৈতিক বা হেভিওয়েটের কেউ মারা যাচ্ছে অথবা দুই কলম লিখা ব্লগার নাম ধারী কেউ মারা যাচ্ছে সাথে সাথে হাসিনা বলতেছে বিএনপি জামায়াতের কারসাজী এটা। অবৈধ নির্বাচন ঠেকাতে না পেরে গুপ্তহত্যা করছে।পুলিশ এবং তার লাঠিয়াল লগিবৈঠা আলারা কাউকে না কাউকে গ্রেফতার করতেছে সে হয়তো জামায়াত শিবির অথবা বিএনপির লোক ।

এমন অসংখ্য ঘটনা অতীতে হয়েছে তদন্তর আগেই তার স্কোয়ার্ডের কুলাংগার মন্ত্রী বলে বসেছে বিএনপি জামায়াত করেছে কিন্তু তদন্তর পর জানা গেল সেটা কুত্তালীগের বেজন্মাদের নিলর্জ কাজ।

৫ই জানুয়ারীর নির্বাচন পুর্ব অবরোধের সময় হাতেনাতে ধরা পড়েছে পেট্টল বোমা সহ ছাত্রলীগ অথচ হাসিনার শিকল পরা কিছু মিডিয়া বলেছে জামায়াত শিবির করেছে

সমকামীকে মার্ডার করলো কে বা কাহারা তদন্তর পরে সত্য বের হবে কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী আগেই বলে বসেছে বিএনপি জামায়াতের কাজ।

আমার কাছে মনে হচ্ছে এমন :- চোরেরও একটা নীতি থাকে মিথ্যাবাদীরও মিথ্যার শ্রেনী বিন্নাস করে কিন্তু হাসিনার কোনটাই নাই

বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367850
০৩ মে ২০১৬ রাত ০১:২২
শেখের পোলা লিখেছেন : কুকুর খুব প্রভুভক্ত প্রাণী।
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
305250
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওরা স্বার্থভক্ত !Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
367853
০৩ মে ২০১৬ রাত ০১:৫৭
কুয়েত থেকে লিখেছেন : আমলা গুলি পোষা ও প্রশিক্ষিত ডগস্কোয়ার্ডের সদস্য। এদের কাজ বাড়ীর লোক ব্যাতিত অন্য কউকে দেখলে কামড় দেওয়ার শক্তি না থাকলেও ঘেউ ঘেউ করবে মনিবের ভালবাস পেতে। ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৬
305251
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাই জান
367867
০৩ মে ২০১৬ সকাল ১০:৩৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অতীতে বহু ইতিহাস কাহিনী এমন রয়েছে যে, বহু চোর-ডাকাত দুনিয়ার সেরা মানুষে পরিনত হয়েছে। এখনও মানুষ তাদের ইজ্জত শ্রদ্ধা করে কিন্তু জালিম, মিথ্যুক কোন দিন সত্য পথের সন্ধান পান না যদিনা আল্লাহ তাকে স্পেশাল রহম না করেন।
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
305256
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এরা জাতীর শ্রেষ্ট সন্তানদেরকে হত্যা করেছে হত্যা করতেছে অপমানের সর্বস্তরে নিয়ে গেছে আল্লাহর খাচ নজর ছাড়া এদের কোন মুক্তি হবে বলে মনে করিনা
ধন্যবাদ
367897
০৩ মে ২০১৬ বিকাল ০৫:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চোর চুরি করে পেটের দায়ে!উনারা শখে!
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
305259
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জাতীগত অভ্যাস
বাপ ভাইরা করেছে এখন উনি কি তা থেকে দুরে থাকতে পারে? তাইতো চেলা চামচা সবাই ঐ একই পথের পথিক
ধন্যবাদ
367914
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
সামছুল লিখেছেন : ভালো লাগলো!
০৩ মে ২০১৬ রাত ০৮:০৯
305280
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
০৬ মে ২০১৬ সকাল ০৬:৫১
305519
শেখের পোলা লিখেছেন : আপনাদের ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File