দেশের যেখানে যা ঘটছে সবকিছুর জন্যই দায়ী শিবির! শিবিরকে সন্ত্রাসী চিহ্নিত করা কিছু সংবাদ সাংবাদিকের গুরু দায়িত্ব !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ মে, ২০১৬, ০৪:৩৯:৩৪ বিকাল
ছাত্রশিবিরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করাই যেন কিছু সংবাদ মাধ্যম ও সাংবাদিকের গুরু দায়িত্ব।
তাদের মিথ্যা প্রচার দেখে মনে হয়- তাদের জন্মই যেন শিবিরের বিরুদ্ধে লেখার জন্য ও সরকারকে ধোয়া তুলসি পাতা হিসেবে প্রমাণ করার জন্য। তাদের জন্য খুব আফসোস যে, তারা তাদের বিবেককে অর্থ আর অন্ধ বিশ্বাসের কাছে বিকিয়ে দিয়েছে।
এমন কিছু সংবাদ তারা শিবিরকে জড়িয়ে প্রচার করে যার সাথে শিবিরের কোন সম্পর্ক নেই। দেশের যেখানে যা ঘটছে সবকিছুর জন্যই দায়ী শিবির! সরকারও সেই রেফারেন্সে একের পর এক শিবিরের বিরুদ্ধে মামলা দায়ের করে নেতাকর্মীদের গ্রেফতার করে চলছে।
দেশের মানুষ এসব মিথ্যাচার শুনতে শুনতে সংবাদ মাধ্যমগুলোকে বর্জন শুরু করছে। এ আন্দোলনের প্রতিটি জনশক্তিকে শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নেই। যারা নেতৃবৃন্দের নির্দেশে জীবন দিয়েছে, পঙ্গুত্ব ও নির্যাতন সহ্য করে দিনের পর দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিনাতিপাত করছে। যারা দুনিয়ার স্বপ্ন স্বাদ ত্যাগ করে আল্লাহর মেহমান হিসাবে জান্নাতের পাখি হয়ে উড়ছেন। তারা বড়ই ভাগ্যবান। এর প্রতিদান পৃথিবীতে কি থাকতে পারে?
যে আন্দোলনের কর্মীরা নিরলসভাবে মঞ্জিলের দিকে এগিয়ে যায়, সে আন্দোলনকে পরাজিত করা সম্ভব নয়।
দেশের ইতিহাসে ইসলামী ছাত্রশিবির তেমনি একটি আন্দোলনের নাম। ছাত্রশিবিরকে আদর্শিকভাবে পরাজিত করতে না পেরে বিরুদ্ধবাদীরা ষড়যন্ত্রকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু যেটাই হউক পরগাছারও জোর থাকে যদি মালিক দেখাশুনা না করে ইনশাআল্লাহ এই পরগাছা চ্যানেলগুলির হাম্মালীগ এর দোষররা মনে করছে মালিক কেউ নাই আমরা যাহা বলিব তাহাই সত্যে পরিনত হবে কিন্তু না না না আমরা মালিক আমরা আছি সময় বলবে সেটা
ধন্যবাদ
বাংলাদেশে দুটোই চলছে এবং চলতে থাকবে।
মন্তব্য করতে লগইন করুন