প্রতিহিংসুক ক্ষমতাধররা কুলাঙ্গার ! এরা দেশের শত্রু জনগনের শত্রু এবং পরিক্ষীত নির্লজ্জ !!!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ এপ্রিল, ২০১৬, ১১:০৫:২৭ রাত
প্রতিহিংসা কখনো সুস্থ রাজনৈতিক ধারা হতে পারেনা। প্রতিহিংসুক ব্যাক্তিও কখনো রাজনিতিবিদ হতে পারেনা । এই ধরনের রাজনৈতিক ব্যাক্তিত্ব কখনো দেশ বা জনগনের বন্ধ হতে পারেনা।
প্রতিহিংসুক সবসময় নিজেকে নিয়ে ভাবে নিজের দল নিয়ে ভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু নিয়ে মগ্ন থাকে।
নিজের মতের বিপক্ষে গেলে তাকে কুটকৈৗশলের মাধ্যমে দুষি বানিয়ে পথের কাটা সরিয়ে ফেলে।
এই ধরনের প্রতিহিংসুক রাজনৈতিক যেমন দেশের দুষ্মন, তেমন জনগনেরও দুষ্মন । নিজেকে প্রতিষ্টিত করতে সমাজের গুনীজনদেরকে গুম করাতে, মেধাবী এবং সুপ্রতিষ্টিত ব্যাক্তিত্বকে ক্রস ফায়ার করাতে , বিরোধী উচু স্থরের নেতাকে আপহরন করাইতে , যেনতেন ভাবে বিচারের নামে ফটকাবাজীর মাধ্যমে বিরোধী নেতাকে ফাসিতে ঝুলাইতে এমন কি নিরিহ জনগনকে বছরের পর বছর বিনা বিচারে জেলে পুরে রাখতে ও কার্পন্ন করেনা।
২০০৮ সাল সাল থেকে সেই কালকেউটে বিষধরটাকে আশা করি সবাই চিনতে পেরেছেন ।
দেশের ৯০ শতাংশ লোকের সমর্থন নাই বিধায় রাষ্টের সম্পদকে অবৈধভাবে ব্যাবহার করে ভারত থেকে ক্যাডার ভাড়া করে তাদেরকে পুলিশের পোশাকে রাস্তায় নামিয়েছে বিরোধীদলকে নাস্তানাবুদ করাইতে।
এই কারনে দেশের লোকজনের উপর হাসিনা খুনির কোন ভরসা নাই তাই ভাড়া লোক দিয়ে রাষ্ট্রের কাজ, নিজের নিরাপত্তার দায়িত্ব দিয়ে রেখেছে।
সে মনে করছে এতে তার রক্ষা হবে ! কিন্তু ইতিহাস থেকে সে শিক্ষা নেয়নি তার পরিবারের পরিনতি মনে রাখেনি , সাদ্দাম হোসেন বা গাদ্দাফির ইতিহাস মনে রাখেনি ।
দেশের জনগন অপেক্ষায় আছে তাকে সেই সকল কলংকজনক ইতিহাসের পাতায় হাসিনার নাম লেখাইতে
অপেক্ষা করুন উপর থেকে কবুলিয়াত আসেনি
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন