জীনপরীদের ভোটে ১৯৬ শতাংশ ভোট পড়েছে মাটিরাংগা উপজেলার বেলছড়ি ইউপিতে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ এপ্রিল, ২০১৬, ০১:২৯:০৮ দুপুর
বিগত সব রেকর্ড ভঙ্গ করে এবার খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার বেলছড়ি ইউপিতে সর্বোচ্চ প্রদত্ত ভোটের হার দেখানো হয়েছে ১৯৬ শতাংশ।
একইভাবে নওগাঁও জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউপিতে ভোট পড়েছে ১০৭ শতাংশ। নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুত করা ফলাফল বার্তায় এ তথ্য দেখানো হয়েছে।
যত ভোটার তত ব্যালট ব্যাপার ইসি সরবরাহ করে থাকলেও এতো ব্যালট পেপার কোথা থেকে এসেছে ? এটা নিয়ে ইতিমধ্যে হানিফ গংরা চিন্তাভাবনা শুরু করেছে।
জামায়াত শিবিরকে তো এখানে দোষ দেওয়া যাচ্ছেনা কারন ইসিতে যতগুলা কুলাঙ্গার বসা আছে সবগুলি বস্তা বস্তা টাকার বিনিময়ে খরিদকৃত দাস !
তবে এমন ইতিহাস গড়ার কাজটি কে করল !
রিতিমতন বীরবাহাদুর বনার মতো কাজ করে ফেলেছে তারা ।
হাসিনা বা তা মন্ত্রীপরিষদ যেই কোন মুহুর্তে ১৯৬ শতাংশ ভোট কাষ্টকারীদেরকে জাতীয় বির ঘোষনা করতে পারে !
শামিম ওসমান গংদের চিন্তা অন্যটা।
ওরা বলছে আরে পাগলের দল ! আমরা যেই জীন পরিগুলি লালন পালন করছি এটা ওদের কাজ । জীন-পরীদেরকে জাতীয় বীর বলার চেয়ে জীন-পরী গঠনকারীকে জাতীয় বীর ঘোষনার ব্যাবস্থা করো।
আমরা পারি না এমন কাম নাই। ১৯৬ শতাংশ ভোট কেন ইচ্ছা করলে আরো অনেক বেশী করতে পারি । :-
জীন-পরীদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সেই কাজটি দ্রুতগতিতে এগিয়ে চলছে সময় বলে দিবে আর কতদিন ......
বিষয়: বিবিধ
৯১৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন