বাবার তাবিজে উপকার হয়না সত্য কথা-কিন্তু মায়ের জীনপরিরা জীবিতদেরকে লাশ বানায় এটা সত্য ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৬ এপ্রিল, ২০১৬, ০৬:০৩:৪৩ সন্ধ্যা



বাবার তাবিজে অনেক উপকার হয় , বাবার কাছে জীনপরির আনাগোনা আছে সব সময় । যদি কোন লোক বাবার সাথে বেয়াদবি করতে চেষ্টা করেন তবে বাবার জীনপরিরা নির্ঘাত তার ঘাড় মটকিয়ে রক্তচুষে খাবে। আর তার কলিজা চিবিয়ে চিবিয়ে তাবিজ বাবার সাথে বেয়াদবির ঝাল মিটাবে।

না ! না !! বাবার তাবিজে কোন কাম হয় না একশত ভাগ সত্য কথা । তবে বাবার কাছে জীনপরির আনাগোনা আছে বলে জানি। এই জীনপরির কুনজরে পড়ে কোন লোকে জীবন দিতে হয়েছে সেটার হিসাব হয়তো পেতে আমাদেরকে অপেক্ষা করতে হবে ।

কারন খুনিরা হয়তো হিসাব নাও রাখতে পারে যে তারা কত জনকে খুন করেছে কিন্তু যাদেরকে খুন করা হচ্ছে তাদের স্ত্রী পুত্র কন্যা মা বাবারা ঠিকই হিসাব রাখছেন এবং অঝোরে চোখের পানি ঝরাচ্ছেন।

তাবিজ বাবার কাছে গেলে আপনাকে কিছুনা কিছু নিতেই হবে একেবারে খালি হাতে যদি চলে আসেন আপানার অমঙ্গল হবে ।

বাবার দরকারের কোন কথা যদি ভুলক্রমে বাইরের জগতে বলে দেন তবে আপনার লাশ কোন ডোবায় অথবা ক্রসফায়ারের মাধ্যমে রাস্তায় পড়ে থাকবে।

বাবার জীনপরিরদের এতই শক্তি যে যত বড় সম্মানী হোক লোক হোক আর ধনি লোক হোক বাবার কুনজরে পড়লেই আপনার কেয়ামত ।

যখন কোন ইসু থাকে না , তখন অযথা মানুষকে ব্যাস্ত রাখতে তাবিজ বাবার জীনপরিরা খুনখারাবি করে পুরা জনপদকে আতংকিত করে । খবরদার বাবার বিরুদ্ধে কথা বললেই যেই কারোর এমন পরিনতি হতে পারে।

তিনি হলেন আমাদের মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী তাবিজ মা ! তাবিজ মায়ে অনুসারীরা অস্রহাতে সারা দেশটাকে মৃত্যকুপে পরিনত করেছে । তাদের হাত থেকে বিদেশীরাও রেহাই পাচ্ছেনা

সবাই সাবধান তাবিজ মায়ের জীনপরিদের আছর থেকে । আল্লাহ আমাদের দেশকে হেফাযত করুন আমিন সুম্মাআমিন

বিষয়: বিবিধ

১৫৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367198
২৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জ্বিন পরি সব যে দাদাদের দেশের আমদানি!
২৬ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৯
304688
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আতংক আতংক আতংক !!!
ইনশাআল্লাহ যতই আতংক ছড়াক দুনিয়ার ইতিহাসে আস্তাকুড়ে নিক্ষেপ হয়ে ক্ষমতাচ্চুত হবে
367236
২৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৪৭
শেখের পোলা লিখেছেন : দুঃখের বিষয় দেশে ভাল ওঝা নেই যে জ্বীন পরীদের জব্দ করবে৷
২৭ এপ্রিল ২০১৬ সকাল ১১:১১
304716
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আছে কিন্তু ঝাড়ফুকের জন্য বাশের বাম্বুর দরকার সেটা তৈরী হচ্ছে অচিরেই জিনপরিদেরকে শায়েস্তা করা হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File