আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব । নতুন স্লোগান !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৫ এপ্রিল, ২০১৬, ০৭:৪২:৫৫ সন্ধ্যা
বন্ধুরে ! তোমার সাথে প্রিরিতি করে বিয়ে করলাম বলে আমাকে বেশী ভালবাসা দিচ্ছ ! প্রতিদিন কত রকম চাউল জোগাড় করে আনো আমার জন্য !!
আহারে বন্ধু তুমি না আমাকে কত ভালবাস , আমি তোমাকে কি দিয়ে যে খুশি করব ।
ধোত্তরী !! সব বাজে কথা বলে আমার মেজাজটা খারাপ করোনাতো !
আমার ধান্ধাতো আমি বুঝি তোমাকে সেটা একদিন বুঝিয়ে বলব।
বউ ধরেছে আমাকে এখনই বলতে হবে পরে টরে বুঝিনা।
না ছোড় বান্দার হাত থেকে রেহাই পেলোইনা অসহায় গো বেচারা স্বামী।
অবশেষে বলেই ফেলল । আমার প্রেমে পড়াটা তোমার ভুল হয়েছিল , যাই হউক আমি প্রতিদিন ভিক্ষা করে তোমাকে খাওয়াই । ভিক্ষা করা চাউল কিনা তাই রংবেরংয়ের !
বাংলাদেশের জনগন হাসিনার সাথে এমন প্রিরিতি করেছিল সেটার ফলটা ফকির বেটার মতোই হলো !
প্রিরিতের ফলে এখন আবার ৮০র দশকে সৈরাচারী এরশাদের যামানায় ফিরে গেল আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব । নতুন স্লোগান !!
ফানি
বিষয়: বিবিধ
১৫১৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্টাম্প এর হ্যান্ডল এখন হাসিনার হাতে ্২০১৪ সালে লোকজন তাকে ভোট না দেওয়াতে নিজেই সব দায়িত্ব নিয়েছেন জনগন আর দরকার হবে না
অবৈধ শাষকরা আত্মার দুর্বল । সবসময় আতম্ভরিতার কারনে এবং পাগলা কুত্তার কারনে সামনে যাচ্ছেনা যেই দিন জনগন মাথা খারাপ করবে সেই দিন দাদার দেশেই তাদের ঠাই হবে
ভাইয়া কি বেশি ব্যস্ত হয়ে পড়েছেন নাকি ? পোষ্ট যে আগের মত দেখি না ।
২০১৪ সালের প্রতিশোধা নিচ্ছে সেই সময় লোকজন ভোট দেয়নি বিধায় এখন নিজেরাই সেই কাজটি করছে।
হ্যা আপু ! অনন্তত ব্লগের একজন লোক আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছে সেই ব্যাক্তিটি আপনি । আপনাকে অনেক ধন্যবাদ আপু।
মধ্যপ্রাচ্ছের দেশ সৌদিআরব থাকিতো ! এই আর কি । মনের দিক থেকে সম্পুর্ন অসুস্থ আজ ৬ মাস যাবত কম্পানী বেতন দিচ্ছেনা আইডি কার্ড রেনুয়াল করছে না পরিবারের কাছে যেতে পারছিনা এমনও অনেক টেনশনের ভিতর গত কয়েকদিন থেকে যাচ্ছে
দোয়া করুন আল্লাহ যেন আমার সমস্যার সমাধান করে দেন এবং মনের ভিতর প্রশান্তি আনয়ন করে দেন
হে আল্লাহ ! আপনি আমার এই ভাইয়ার উপর আপনার রহমতের হাত প্রসারিত করুন , আপনার করুনার বারি বর্ষণ করুন , উনার সমস্যার সমাধান করে উনার মনে প্রশান্তি দান করুন । আমীন ।
বাবা ছাড়া সন্তান যেমন জারয হয়
ভোট ছাড়া সরকারও .....
ধন্যবাদ
এরপরেও যে ভোটাভুটি হচ্ছে সেটা শ্রেফ পয়সার অপচয় ছাড়া আর কিছুই নয় ।
সারা দেশে ২০টি সিটও পাবেনা খুনি হাসিনা বা তার দল এরপর !
হাসিনার তো দেশের জন্য কোন মায়ামমতা নাই তারকারন তার ছেলে বিয়ে করেছে বিদেশী তার মেয়ের জামাইও থাকে বিদেশে সুতারাং দেশের মাটির সাথে তার কোন সম্পর্ক নাই তাই সিট না পাইলে দাদার দেশ তৈরী আছে তো সেখানে চলে যাবে
দেশের যেই ভাবে বারোটা বাজাচ্ছে তাতে জনগন অনেক ধৈর্য্য ধরেছে
আমরা সাধারনত কারোর পায়ে পাড়া মেরে গ্যান্জাম করতে চাই না । যদি কেউ আমাদের সাথে গ্যান্জাম করতে আসে তখন আমরা ধরি
আর কথা হলো সবাইতো আর এক সাথে ঠান্ডা মাথায় খুনিদের সামনে মাথা পেতে দিতে পারিনা ! তাইতো আমরা বাইরে থেকে বলব এবং দেখন সময় হলেই সবাই জানবে আর তাহাছাড়া টাকারও দরকার নয় কি !
এতদিন ওরা খেলছে , তখন আমজনতা খেলবে । আপনাদের মত সাচ্চা দ্বায়িত্বশীল সাথে থাকলে খেলাতেও জোশ আসবে।
তখন শুধু ধুতি নিয়ে পালাবে তাও যদি ১৫ই আগস্ট এর কোন পুনরাবৃত্তি না ঘটে । আল্লাহ মাফ করুক
আর আমাদের ঈমানদারিত্বের কথা আমরা বলতে হবে না সেটা বিগত তত্তাবধায়ক সরকার অনুবিক্ষন যন্ত্র দিয়ে দেখে প্রমান করে গেছে
চলে আসুন , জমিয়ে খেলা যাবে । পাল্টা-মাইরও শুরু হবে ।
সুতারাং নিজামী বা মুজাহীদদেরকে হত্যার মাধ্যমে আমাদেরকে আদর্শকে দমন করা যাবে না যদি আমারেদকে দমন করতে হয় তবে ১৩০কোটি লোকের কলিজা কোরানকে আঘাত করতে হবে ( অবশ্ব্য আওয়ামিলীগ সেটা শুরু করেছে)
মন্তব্য করতে লগইন করুন