পুলিশে ভারতীয় নিয়োগ কেলেংকারি ঢাকতেই শফিক রেহমানকে গ্রেফতার। আমরা আর কখনো কি স্বাধীন হতে পারব !!ভিডিও সহ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ এপ্রিল, ২০১৬, ০১:০১:০০ দুপুর
https://www.youtube.com/watch?v=3o_tZUnvQ6w&feature=youtu.be
সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ পুলিশে হাজার হাজার ভারতীয় নাগরিক নিয়োগের রিপোর্ট ধামাচাপা দিতে হঠাৎ করেই অশীতিপর সাংবাদিক ব্রিটিশ নাগরিক শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেয় সরকার।
এই পুরো নাটকটি করা হয় প্রমানাদি সমেত টিভিতেঁ প্রচারিত একটি রিপোর্ট এর প্রতিক্রিয়া ভিন্নখাতে প্রকাশের লক্ষ্যে। তবে শফিক রেহমানকে গ্রেফতারের অজুহাত হিসেবে অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা পুত্র সজীব জয়কে হত্যার ষড়যন্ত্রের এক বালখিল্য নাটক সাজায় গোয়েন্দারা; অথচ জয় জাতির কাছে একজন নির্বোধ হিসেবেই পরিচিত। খটকাটা এখানেই। যদিও হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হলে কিছুটা হলেও যা অনেকের চিন্তার খোরাক হতে পারতো।
শনিবার সকাল সাড়ে ৮টায় ইস্কাটনের নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে শফিক রেহমানকে তুলে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকালে ডিবি পুলিশ নিজেদের বৈশাখী টিভির সাংবাদিক হিসেবে ভুয়া পরিচয়ে প্রবেশ করে। গোয়েন্দা সুত্রে জানা গেছে এই গ্রেফতার অভিযানে ডিবি পুলিশের অভ্যন্তরের ভারতীয় নাগরিক তথা ‘র’ এর অপারেটিভরাও অংশ নেয়; আর পুরো নাটকটির প্লটও ‘র’ এর দ্বারা তৈরি বলে জানা গেছে। প্রাথমিকভাবে এই নাটক সফল হয়েছে বলেই জানা গেছে। পুলিশে ভারতীয় নাগরিক কেলেঙ্কারির বিষয়টিতে কথা বলার পরিবর্তে পুরো বিএনপি এখন শফিক রেহমান ইস্যুতে জড়িয়ে পড়েছে; অনেকটাই ধামাচাপা পড়েছে পুলিশে ভারতীয় নিয়োগ ইস্যুটি।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার দেশের হাজার হাজার যুবক বেকার থাকতে তাদেরকে চাকুরী না দিয়ে ভারতিয়দেরকে চাকুরী দেওয়ার উদ্দেশ্য হলো ভিন্ন রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করা তারপর গুলি অথবা গুম করে হত্যা করার জন্য
এমনই মনে হচ্ছে
মন্তব্য করতে লগইন করুন