পুলিশ প্রশাসনে নিয়োগ দেওয়া হচ্ছে ভুয়া ঠিকানায় ভারতীয় নাগরিকদের।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ এপ্রিল, ২০১৬, ০৭:৩১:০৭ সন্ধ্যা
বাংলাদেশের মানুষের কর্ম নাই ভারতের নাগরিককে চাকরী দিতেছে আওয়ামীলীগ সরকার।
বাংলাদেশে বর্তমানে ভুয়া ঠিকানায় পুলিশ প্রশাসনে চাকরী পাচ্ছে হাজার হাজার ভারতীয় নাগরিক।যাদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের কাউকেই চিনেন না সেই সব এলাকার স্থানীয় লোকজন। চেনেন না, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, এলাকার বয়স্করা লোকজন ।এমনই একটি অনুসন্ধানী রিপোর্ট করছে যমুনা টিভি ।
সেখানে দেখা যাচ্ছে ঢাকার কয়েকটি উপজেলা যেমন দোহার, ধামরাই বেশ কিছু যুবক সম্প্রতি পুলিশে নিয়োগ পেয়েছেন। কিন্তু তারা ঐ এলাকার বাসিন্দা নন । এলাকার কেউই তাদের চিনেনও না । এমনকি তাদের দেয়া সব ঠিকানাই ভুয়া ।
টিভির রিপোর্টে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এদের ভাষাও কেউ বুঝতে পারেননি । একই সময় পুলিশের চাকরীর জন্য লাইনে দাঁড়ানো এক যুবকের ভাষ্য মতে, সেই অপরিচিত ব্যক্তিদের আচরণ রহস্যজনক। এমনকি তারা ভালো ভাবে বাংলাও বলতে পারেন না তাহলে স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, এরা কারা পরিচয় গোপন করে এক জেলার লোকজন আরেক জেলার বলে পচিয়ন দিচ্ছে কেন? এভাবে কোন বাংলাদেশীর চাকরী নেয়ার দরকার হয়না ।
অসাধু পন্থায় নিয়োগ পেতে স্থানীয় ঠিকানাইবা ভুয়া দেখাতে হবে কেন। তাহলে দেশ কি ভারতের হাতে চলে যাচ্ছে বাংলাদেশ।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১৪৬৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যি কথাই বলেছেন আনুষ্টানিক ভাবে ঘোষনার বাকী । যখনই হাসিনা দেখবে তার বাচার সব রাস্তা বন্ধ হয়েছে তখনই আনুষ্টানিক ঘোষনা দিয়ে মুখ্য মন্ত্রির চেয়ারে বসবে
আপনাকে অনেক ধন্যবাদ
বাংলাদেশের অস্তিত্ত্ব অনেক আগেই বিপন্ন করা হয়েছে।
ইনশাআল্লাহ সেই পরিস্তিতি সৃষ্টি হতে হতে লেডি হিটলারের বারোটা বেজে যাবে
আপু আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ
স্পেনের বার্সেনোলা বা রিয়েল মাদ্রিদে শুধু স্পেনের প্লেয়ার ছাড়াও যেমন আর্জেন্টিনা , ব্-রাজিল , উরুগুয়ে , পর্তুগালের খেলোয়াড়রা খেলে তেমনি বাংলাদেশ পুলিশ বাহিনীতেও বিদেশী কর্মকর্তা আনছে ।
মেসি , নেইমার , সুয়ারেজ , রোনালদোরা যেমন তাদের দলের প্রাণ তেমনি এসব বিদেশী লোকেরাও তাদের দলের একেকজন চৌকষ কর্মকর্তাই হবে বলে আশা করি।
বাংলাদেশ ফুটবল লীগের দলগুলোও তো বিদেশী খেলোয়ার নির্ভর । বিদেশীরা ভাল খেললে দলও ভাল খেলে।
বাংলাদেশে এখন একজন চুলবুল পান্ডে/ সিংঘাম/রাউডি রাঠোরের দরকার। এসব বাংলাদেশীদের দিয়ে যে হবে না এটা একজন সাধারণ বাংলাদেশীও বোঝে ।
মন্তব্য করতে লগইন করুন