পুলিশ প্রশাসনে নিয়োগ দেওয়া হচ্ছে ভুয়া ঠিকানায় ভারতীয় নাগরিকদের।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ এপ্রিল, ২০১৬, ০৭:৩১:০৭ সন্ধ্যা



বাংলাদেশের মানুষের কর্ম নাই ভারতের নাগরিককে চাকরী দিতেছে আওয়ামীলীগ সরকার।

বাংলাদেশে বর্তমানে ভুয়া ঠিকানায় পুলিশ প্রশাসনে চাকরী পাচ্ছে হাজার হাজার ভারতীয় নাগরিক।যাদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের কাউকেই চিনেন না সেই সব এলাকার স্থানীয় লোকজন। চেনেন না, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, এলাকার বয়স্করা লোকজন ।এমনই একটি অনুসন্ধানী রিপোর্ট করছে যমুনা টিভি ।

সেখানে দেখা যাচ্ছে ঢাকার কয়েকটি উপজেলা যেমন দোহার, ধামরাই বেশ কিছু যুবক সম্প্রতি পুলিশে নিয়োগ পেয়েছেন। কিন্তু তারা ঐ এলাকার বাসিন্দা নন । এলাকার কেউই তাদের চিনেনও না । এমনকি তাদের দেয়া সব ঠিকানাই ভুয়া ।

টিভির রিপোর্টে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এদের ভাষাও কেউ বুঝতে পারেননি । একই সময় পুলিশের চাকরীর জন্য লাইনে দাঁড়ানো এক যুবকের ভাষ্য মতে, সেই অপরিচিত ব্যক্তিদের আচরণ রহস্যজনক। এমনকি তারা ভালো ভাবে বাংলাও বলতে পারেন না তাহলে স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, এরা কারা পরিচয় গোপন করে এক জেলার লোকজন আরেক জেলার বলে পচিয়ন দিচ্ছে কেন? এভাবে কোন বাংলাদেশীর চাকরী নেয়ার দরকার হয়না ।

অসাধু পন্থায় নিয়োগ পেতে স্থানীয় ঠিকানাইবা ভুয়া দেখাতে হবে কেন। তাহলে দেশ কি ভারতের হাতে চলে যাচ্ছে বাংলাদেশ।

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১৪৬৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366126
১৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
চেতনাবিলাস লিখেছেন : আমি মনে করি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে | এখন কেবল বাকি আছে খোসা।
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:২১
303805
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মন্তব্যর জন্য আপনাকে অনেক ধন্যবাদ
সত্যি কথাই বলেছেন আনুষ্টানিক ভাবে ঘোষনার বাকী । যখনই হাসিনা দেখবে তার বাচার সব রাস্তা বন্ধ হয়েছে তখনই আনুষ্টানিক ঘোষনা দিয়ে মুখ্য মন্ত্রির চেয়ারে বসবে
366139
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪১
শেখের পোলা লিখেছেন : 'হাজার সাল কা বদলা লিয়া' ইন্দীরা গান্ধীর এ উক্তির বিশ্লেশন করলে এ সব তথ্য পাওয়া যাবে৷ তারা কি বিনা কারণে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল৷ সুদে আসলে তা নিয়েই ছাড়বে৷
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:২২
303806
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ১০০% কারেক্ট
আপনাকে অনেক ধন্যবাদ
366155
১৮ এপ্রিল ২০১৬ রাত ১০:০৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাই।
বাংলাদেশের অস্তিত্ত্ব অনেক আগেই বিপন্ন করা হয়েছে।
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:২৩
303807
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আনুষ্টানিক ঘোষনাটাও হয়তো অচিরেই আসবে
ইনশাআল্লাহ সেই পরিস্তিতি সৃষ্টি হতে হতে লেডি হিটলারের বারোটা বেজে যাবে
আপু আপনাকে অনেক ধন্যবাদ
366182
১৯ এপ্রিল ২০১৬ রাত ০১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছি!!!! দাদা দের বিদেশি বলতে নাই!!
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:২৪
303808
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Talk to the hand আপনাকে অনেক ধন্যবাদ
366233
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২০
নেহায়েৎ লিখেছেন : খুন-হত্যা দেখলেই বুঝা যায় কারা করছে! একজন দেশীয় পুলিশ এভাবে নিজের দেশের লোকদের পশুর মতো গুলি করে মারতে পারে না।
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৪
303827
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার মন্তব্যর সাথে ১০০% একমত
ধন্যবাদ
366409
২০ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৫
হতভাগা লিখেছেন : পুলিশ বাহিনীকে পেশাদার করা হচ্ছে ।

স্পেনের বার্সেনোলা বা রিয়েল মাদ্রিদে শুধু স্পেনের প্লেয়ার ছাড়াও যেমন আর্জেন্টিনা , ব্-রাজিল , উরুগুয়ে , পর্তুগালের খেলোয়াড়রা খেলে তেমনি বাংলাদেশ পুলিশ বাহিনীতেও বিদেশী কর্মকর্তা আনছে ।

মেসি , নেইমার , সুয়ারেজ , রোনালদোরা যেমন তাদের দলের প্রাণ তেমনি এসব বিদেশী লোকেরাও তাদের দলের একেকজন চৌকষ কর্মকর্তাই হবে বলে আশা করি।

বাংলাদেশ ফুটবল লীগের দলগুলোও তো বিদেশী খেলোয়ার নির্ভর । বিদেশীরা ভাল খেললে দলও ভাল খেলে।

বাংলাদেশে এখন একজন চুলবুল পান্ডে/ সিংঘাম/রাউডি রাঠোরের দরকার। এসব বাংলাদেশীদের দিয়ে যে হবে না এটা একজন সাধারণ বাংলাদেশীও বোঝে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File