তিন স্বৈরশাসক আব্দুল ফাত্তা আল-সিসি , শেখ হাসিনা ও আবদুল্লাহও ছাড়া সকল মুসলিম শাষকরা ইস্তাম্বুলের সম্মেলনে যোগদান করেছেন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ এপ্রিল, ২০১৬, ০৫:২৮:২৬ বিকাল



মুসলিম বিশ্বের মধ্যে বিরাজমান মতপার্থক্য দূর করার লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক শীর্ষ সম্মেলন সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে সমবেত হয়েছেন বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

দুদিন ব্যাপী এ শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়েছে এবং এতে ভাষণ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠার তুরস্ক এই প্রথম এ সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজন করল।

শুক্রবার এরদোগানের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শীর্ষ সম্মেলন শেষ হবে।

এবারের বৈঠকে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে সৌদি রাজা সালমান বি আবদুলআজিজ, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি অংশ নিয়েছেন।

তুরস্ক বলছে, বিশ্বের ১৭০ কোটি মুসলমানের মধ্যে মতপার্থক্য নিরসন করার চেষ্টা করবে তারা।

তবে সিরিয়া ও ইয়েমেন সংকট এ সম্মেলনে কালোছায়া ফেলেছে। সৌদি আরব ও তার প্রতিদ্বন্দ্বী ইরান দুটি দেশের সঙ্কটে বিপরীতে মেরুতে অবস্থান নিয়েছে।

সাবেক উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলে, যেখানে বসে উসমানীয় শাসকরা কয়েক শতাব্দী শাসন করেছেন, আয়োজিত এ সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্মেলনে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব নেতাই অংশগ্রহণ করলেও মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি অংশ নেননি। অংশগ্রহণ করেননি জর্ডানের রাজা আবদুল্লাহও।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শীর্ষ সম্মেলনে যোগদান করেননি।

বিষয়: বিবিধ

১৪৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365745
১৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : বৈশাখী অনুষ্ঠান উদ্বোধন করতে হবে তাই আমাদের মন্ত্রী যাবার সুযোগ পাননি৷ আর তাছাড়া কেউ যদি উল্টো পাল্টা প্রশ্ন করে বসে৷ তাই না যাওয়াই ভাল৷
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৩
303511
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সব অন্যায় একদিন অগ্নিস্ফুলিঙ্গ হয়ে জালিমের তখত ভষ্ম করে দিবে ইনশাআল্লাহ
365763
১৪ এপ্রিল ২০১৬ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা অশ্লিল কেীতুক। জাহাজের দ্বিতিয় শ্রেনির এক মহিলা যাত্রি ক্যাপ্টেন এর কাছে অভিযোগ করলেন যে রাত্রে তার কেবিনে এক মাতাল নাবিক ঢুকে পড়েছিল। ক্যাপ্টেন উত্তর দিলেন যে তিনি কি আশা করেন দ্বিতিয় শ্রেনির কেবিনে ক্যাপ্টেন ঢুকবেন কিনা!!

সম্মেলন মুসলিম রাষ্ট্রপ্রধানদের। ধর্মনিরপেক্ষতা বা ধর্মহীন কে সেখানে আশা করা যায় কেমনে!!!
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৫
303512
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেশের জনগন একদিন না একদিন জালিমশাহীর স্বপ্নপুরীতে আগুন ধরিয়ে তাদের রাগের বহিপ্রকাশ ঘটাবে
ধন্যবাদ মন্তব্য করার জন্য
365767
১৪ এপ্রিল ২০১৬ রাত ১০:৫১
আফরা লিখেছেন : সম্মেলন মুসলিম রাষ্ট্রপ্রধানদের। ধর্মনিরপেক্ষতা বা ধর্মহীন কে সেখানে আশা করা যায় কেমনে!!! ঠিক ই তো !!

ধন্যবাদ ভাইয়া ।
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৮
303514
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যারা ধর্মনিরপেক্ষ তাদের আত্মা হলো সিসার মতো । বাবা হয়না নিজের মতবাদের বাইরের জগতকে তারা মনে করে দুষ্মন । এই ধরনের মতবাদিদের পরিনতির অপরনাম ১৯৭৫র ১৫ই আগস্ট

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File