জাতিগত ব্যাবসা শেখ কামাল করেছিল বলে কি জাতির ভাগিনাও তাই করবে !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ এপ্রিল, ২০১৬, ০৬:২০:০৩ সন্ধ্যা



স্বাধীন বাংলােদেশে লুটপাটের কথা ,চুরি ডাকাতির কথা ধর্ষন হাইজাকির কথা জোর জবর দখল করে অন্যর জমি বাড়ী দখলের কথা সর্বশেষ ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক ডাকাতির কথার সাথে সাধু চোর বলে ক্ষ্যাতদের নামটি বংশানুক্রমিক ভাবে জড়িত।

শেখ জামাল ব্যাটা ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলি খেয়েছিল কারন তখন ছিল এনালগ যামানা । যাহা করতে হতো সব কিছু সরাসরি ছাড়া উপায় ছিল না। তাই তাকে গুলি খেতে হয়েছিল এবং দেশ বাসি জানতে পেরেছিল।

স্বাধীন বাংলাদেশে জোর জবর দখল করে সারাদেশ ব্যাপি মানুষের ঘরবাড়ী দখলের মহাউতসব চলছিল , সুন্দরী মেয়ে নিয়ে বাবা রাস্তাঘাটে চলার উপায় ছিল না , স্বামী সুন্দরী স্ত্রী নিয়ে ঘর থেকে বের হতে পারতো না।

যাই হউক সেই সব জানা ইতিহাস । আল্লাহ রব্বুল আলামিন সেই কঠিন সময় থেকে দেশ জাতীকে মুক্তি দিয়েছিল।

এখন কিন্তু ২০১৬ সাল । শেখ কামালের এনালগ সিস্টেমে না গিয়ে ১কোটি ৬০ লক্ষ টাকা বেতনের আইটি উদেষ্টা দেশের ভাগিনা ডিজিটালে ঢুকেছে।

জাতীগত ব্যাবসা কি বাদ দেওয়া যাবে ! বংশে কেউ না কেউ একজন জন্ম নিয়ে সেই ব্যাবসা টিকিয়ে রাখা চাই

জাতী হয়তো এই সব কথা ভুলে যাবে নতুন আর একটা ইসু যেই সুচতুর হাসিনা হাজির করবে কিন্তু ইতিহাস এবং বিজ্ঞজনরা কিন্তু ভুলবে না টুডে অর টুমোরো ঠিকই সত্যি ইতিহাস লোকজন জানবে কিন্তু যেই ক্ষতি হচ্ছে সেটা আর পুরন করা সম্ভব হবে না

অপেক্ষায় থাকলাম সঠিক ইতিহাস জানার জন্য । সকলের সহযুগিতা চাই

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364910
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
কুয়েত থেকে লিখেছেন : হাঁ তাইতো করবে মামার কাজ সঠিক ভাবে আন্জাম দিতে না পারলে কি যোগ্য ভাগিনা হওয়া যাবে? ধন্যবাদ আপনাকে
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৪
302735
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বেয়াড়া মামারা যে কি করবে সেটা তো বলা মশকিল !
ধন্যবাদ আপনাকে
364924
০৭ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৩
শেখের পোলা লিখেছেন : পরম্পরা বলে একটা কথা আছে না! তাকে তো বজায় রাখতে হবে৷ সান্ত্বনা এইটাই যে দেের লোক করছে৷ধন্যবাদ৷
০৭ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৫
302744
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
365621
১৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:২৬
হতভাগা লিখেছেন : গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে যাবার সময় একটা খোলা লাল জীপ দেখেছিলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File