হটাত পশ্চিমাদের বাংলাদেশি ফেরত এবং অবৈধ প্রধামন্ত্রীর দাম্ভিকতা ও কিছু কথা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ এপ্রিল, ২০১৬, ১১:৫৯:৪৩ রাত



আমি যাহা বলি তাহা করি ।

প্রমান !!!

কাদের মোল্লার ফাসির প্রাক্কালে জাতীসংঘের মহাসচিব বান কিমুন ফোন করেছিল , জন কেরী ফোন করেছিল , ইউরোপিয়ান ইউনিয়নের মহাসচিব ফোন করেছিল আমি যেন কাদের মোল্লার ফাসি স্থগিত করি।

কিন্তু আমি সেটা বন্ধ করিনাই সফল করতে পেরেছি আমি বঙ্গবন্ধুর কন্যা বিধায়।

কামারুজ্জামানের ফাসির প্রাক্কালে বান কিমুন ফোন করেছিল ফাসি স্থগিত করতে , আমি সেই ফোন রিসিপই করি নাই ওরা আমার কি করতে পেরেছে ? কিছুই করতে পারেনি।

সাংবাদিকদের প্রশ্ন:- জিএসপি সুবিধা বন্ধ করেছে যে সেটা কি আপনার কোন ক্ষতি নয় ?

জিএসপি সুবিধাটা কি দেশের উন্নয়নের কোন কাজে আসে , না কি ব্যাক্তি দাম্ভিকতার কোন ক্ষতি হয় !

যুক্তরাজ্যের সংসদে প্রস্তাব উথ্থাপন করে ৫ই জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের কঠোর সমালোচনা করে বিল উথ্থাপিত হয়েছে সেখানেও অবৈধ প্রধানম্নত্রীর কি কোন ক্ষতি হয়েছে ?

জবাব হলো নিশ্চয় তার কোন ক্ষতি হয়নি ।

তবে ক্ষতিটা কার হয়েছে?

উত্তর হলো ১৭ কোটি জনগনের ক্ষতি । অবৈধ প্রধানমন্ত্রীকে জনগন ভোট না দেওয়াতে প্রতিশোধ নিচ্ছে দাম্ভিকতার মাধ্যমে

গুরুর খেলা মাত্র শুরু।

ইউরোপ থেকে মাত্র ৮০ হাজার লোককে দেশে ফেরত পাঠাবে সেখানে কি অবৈধ প্রধানম্ত্রীর কোন ক্ষতি হবে?

কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা হারাবে সেখানে কি অবৈধ প্রধানমন্ত্রীর কোন ক্ষতি হবে ?

হায়রে জাতী দাম্ভিকতার নমুনা দেখে নাও এবং বাকশালের শেষ সরকারকে দেখে তৃপ্তির ঢেকুর তুলতে থাকো Thumbs Up Thumbs Up Thumbs Up

আগামীতে তোমাদের সিদ্ধান্ত

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364868
০৭ এপ্রিল ২০১৬ রাত ১২:১২
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৭ এপ্রিল ২০১৬ রাত ১২:৩০
302677
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপু
364879
০৭ এপ্রিল ২০১৬ সকাল ০৫:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৫
302712
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
364896
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৩
শফিউর রহমান লিখেছেন : যেদিন পলাশীর আম্রকাণনে ইংরেজদের বিরুদ্ধে দেশের গাদ্দারদের ভূমিকার কারণে পরাজিত হয়ে সিরাজ উদ্দিন বাধ্য হয়ে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন নিজের স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে, সেদিন এদেশেরই কোন মানষ তাকে ধরিয়ে দিয়েছিল ইংরেজদের কাছে। ভরা মজলিসে তাকে উপহস করা হয়েছে এদেশেরই মানুষের পক্ষ থেকে।

ফলশ্রুতিতে পেয়েছিল ২০০ বছরের গোলামী। হাড়ে হাড়ে টের পেয়েছিল এদেশের বাঙালী মুসলমানেরা - কত ধানে কত চাল। কিন্তু শিক্ষা কি নিয়েছে? কিচ্ছু নেয় নি, শুধু কান্না-ই করেছে ঐ ২০০ বছর ধরে। যদি শিক্ষা নিতো তাহলে আজ তারা শত্রু-মিত্রু চিনতো।

সেদিন যেমন চেনে নি সিরাজকে মিত্র হিসাবে আর ইংরেজ, তথা মীর জাফরদেরকে শত্রু হিসাবে। আজও এরা চিনছে না কে তাদের জন্য কি উপহার দিতে চলেছে।

ইংরেজরা সাত-সমূদ্র তের নদী পারের বলে ২০০ বছর পরে হলেও বিদায় নিয়েছে। কিন্তু আগামীতে ইংরেজদের ভূমিকায় যারা অংশগ্রহণ করতে এগিয়ে আসছে তারা কি কোন দিনই বাঁচতে দেবে আমাদেরকে?

কবে বুঝবে এই জাতি!
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৮
302713
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার কথা বলেছেন ভাই
আমরা এমন্ একটি জাতী যাদের কিনা গত কালকের কথা মনে রাখার যোগ্যতা নাই আজ কি হচ্ছে সেটা দেখবে এবং আজকে কথা চিন্তা করে আগামী কালকে পরিকল্পনা করবে পরশুর নয়
সুন্দর মন্তব্যর জন্য আপানাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File