মুখোশের আড়ালে শেখ মুজিব..সত্য ঘটনার উপর নির্মিত ডকুফিল্ম (টেলিফ্লিম)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ এপ্রিল, ২০১৬, ০২:৩০:৩৮ দুপুর

https://www.youtube.com/watch?v=lVC_uY1HVso

স্বাধীনতার ঘোষক আর প্রথম বৈধ রাষ্ট্রপতির প্রশ্নে বাংলাদেশ এখন স্পষ্টতই বিভক্ত।

শেখ মুজিব বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি ছিলেন।

বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে প্রমান করার চেষ্টা করা হয়েছে এতে কি করে শেখ মুজিব একজন অবৈধ রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি স্বাধীনতার কোনো ঘোষনা দেননি।

একটি পক্ষ্ সারা জীবন ইতিহাসকে নিজের মত করে তৈরী করেছে। তারা যা বলেছে তাই ইতিহাস ছিলো। মুক্তিযুদ্ধকে তারা তাদের সম্পদের মত ব্যবহার করেছে। যাতে করে তরুন প্রজন্ম একটি মিথ্যা ইতিহাস পেয়েছে। অথচ তাদের মুক্তিযদ্ধের ভুমিকা ছিলো খুবই নগন্য। তারা ভারতে পালিয়ে জীবন রক্ষা করলেও যারা যুদ্ধক্ষেত্রে জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের জাতিীর সামনে রাজাকার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে একটি রাজনৈতিক গোষ্টি।

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364351
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
০১ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪০
302192
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইতিহাস
364357
০১ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : ক্ষমতার দাপটে মানুষ ধরাকে সরা জ্ঞান করে৷ বিষয়টিতে সকলেই প্রায় সমান৷যে মাঠ পায় সে খেলে৷ শেষ একদিন হবে তা ভাবেনা৷ আর সত্য যেখানেই থাক সময় মত মাথা চাড়া দেবেই৷ ধন্যবাদ৷
০১ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪০
302191
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বাপ যেমন দাম্ভিক প্রকৃতির ছিলো তার কুলাংগার কন্যা তার থেকেও কয়েকশ গুন বেশী দাম্ভিক প্রকৃতির
আল্লাহ তার জালালত দিয়ে ওদের জুলুমের জবাব দিক অথবা হেদায়াত দিক
364360
০১ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ এপ্রিল ২০১৬ রাত ১০:২১
302199
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File