মিথ্যাবাদীরা দৃশ্যমান বিজয়ী - মজলুমরা অদৃশ্যমান এবং স্থায়ী বিজয়ী !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ মার্চ, ২০১৬, ১২:০২:০২ রাত
পেশী শক্তি ক্ষমতার শক্তি রাজনৈতিক শক্তি এবং অর্থের শক্তি দৃশ্যমান। প্রতিপক্ষকে এই শক্তির মাহাজনরা যেমন ইচ্ছা তেমন প্রয়োগ করতে পারেন। নিজেদের মতের বিপক্ষে হলে সেটার ক্ষতি করার জন্য এবং সমাজের সামনে হেও করার জন্য উল্লেখিত শক্তি ব্যাবহার করেন ।
যার বিরুদ্ধে শক্তির মাহাজনরা শক্তির পুজি ব্যাবহার করবেন সে যত সম্মানী হোক না কেন, যত বড় বংশধর লোক হোক না কেন হাজার মিথ্যার ব্যাবহার ও যদি করতে হয় তবু সেটা করবে তবু ঐ লোকটাকে নাজেহাল অপদস্ত করতেই হবে।
এই জাতীয় শক্তির মাহাজনরা দৃশ্যমান বিজয়ী এবং ক্ষনকাল জয়ী বাহাদুর।
অপরদিকে এই শক্তির মাহাজনরা যাদের বিরুদ্ধে মিথ্যার জালের মাধ্যমে বছরকে বছর জেলে পুরে মাসকে মাস রিমান্ডের নামে পুলিশি নির্যাতন করে ক্রস ফায়ারের নামে হত্যার মাধ্যমে রক্তর হোলিখেলার হাতিয়ার বানিয়েছিল তারা দৃশ্যমান পরাজিত হলেও মুলত অদৃশ্যমান এবং স্থায়ী বিজয়ী!!!
আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের জন্য শান্তির ঘোষনা এবং পরকালিন সুখের বার্তা রয়েছে।
তাই মজলুমরা ঘুনে ধরা সমাজের সামনে নয় আল্লাহ রব্বুল আলামিনের সামনে বীর এবং বিজয়ী বাহাদুর।
আল্লাহ রব্বুল আলামিন মজলুমদেরকে তার কুদরতি হাত দ্বারা সহযুগিতা করুন
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন