স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সংগম করলে ”আপনার ঘরে হতে পারে হিজড়া সন্তান .. সাবধান ! সাবধান !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ মার্চ, ২০১৬, ১২:৪৪:০৮ দুপুর

যে জঘণ্য কাজটি করলে আপনার ঘরে হতে পারে হিজড়া সন্তান

ইসলামের দৃষ্টিতে;-হিজড়া জন্ম হওয়ার কারণ :

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ হিজড়ারা জীনদের সন্তান।

কোন এক বাক্তি আব্বাস (রাঃ) কে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে। জবাবে তিনি বলেছিলেন “আল্লাহ্ ও রাসুল (সাঃ) নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সংগম না করে”, সুতরাং কোন মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দারা ঐ মহিলা গর্ববতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। (মানুষ ও জীন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলাম এ বলা হয় “খুন্নাস”)।

প্রমানসুত্রঃ সূরা বানী ইস্রাইল- আর রাহমান -৫৪, ইবনে আবি হাতিম, হাকিম তিরমিজি

বৈজ্ঞানিক ব্যাখ্যায়ঃ

দেখা যায় XX প্যাটার্ন ডিম্বানুর সমন্বয়ে কন্যা শিশু আর XY প্যাটার্ন থেকে সৃষ্ট হয় ছেলে শিশু। ভ্রুনের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্য ডিম্ব কোষ জন্ম নেয়। অন্ডকোষ থেকে নিসৃত হয় পুরুষ হরমোন এন্ড্রোজেন এবং ডিম্ব কোষ থেকে নিসৃত হয় এস্ট্রোজেন। এক্ষেত্রে ভ্রুনের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশকিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন XXY অথবা XYY। এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয়।

একটা ব্যাপার হল, একটি হিজড়া শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশীভাগ ক্ষেত্রেই তাকে সুস্থ করা সম্ভব। কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আর দশজনের থেকে আলাদা তখন আসলে অনেক দেরী হয়ে যায়। একইভাবে কোন পুরুষ বা নারীও হিজড়া হতে পারেন।

সংগ্রহিত:-ObiramBangla.com

বিষয়: বিবিধ

১৬৯৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363985
২৯ মার্চ ২০১৬ দুপুর ০১:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। ধন্যবাদ।
২৯ মার্চ ২০১৬ দুপুর ০১:৫০
301916
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
363986
২৯ মার্চ ২০১৬ দুপুর ০১:২২
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:০০
301917
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
364001
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৯
পললব লিখেছেন : জানলাম এবং ধন্যবাদ।
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৫১
301924
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
364010
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৮
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২৯ মার্চ ২০১৬ দুপুর ০৩:১০
301928
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
364015
২৯ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪৭
সুশীল লিখেছেন : Surprised Surprised Surprised Worried Worried Worried Worried
২৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৬
301933
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand
364019
২৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই, আপনার কাছ থেকে এমন পোস্ট আশা করিনি! আর আপনি নিচে যে পত্রিকার সূত্র দিয়েছেন, এটাকে আমার যৌন সূড়সুড়ি দিতে ওস্তাদ পত্রিকা বলেই মনে হয়েছে। এখানে লিংক দিয়ে পত্রিকাটির প্রচার ও প্রসারে অবদানই রাখলেন।

মেয়েদের মাসিক অবস্থায়তো সন্তান হওয়ারই প্রশ্ন আসেনা। এ অবস্থায় সহবাস করলে সন্তান হবে কি করে? আর যদি ব্যতিক্রম ঘটেও থাকে, তাহলে একটা অনলাইন পত্রিকা, তাও আবার কি সব বাজে নিউজে ভরপুর, এমন পত্রিকার সূত্র দেওয়াই যথেষ্ট নয়। বিষয়টি সম্পর্কে আরো ভালো করে জেনে রিপোস্ট দেয়ার অনুরোধ থাকল।

প্রমানসুত্রঃ সূরা বানী ইস্রাইল- আর রাহমান -৫৪, ইবনে আবি হাতিম, হাকিম তিরমিজি
এর মানে বুঝলাম না! সূরা দুইটা, আবার আয়াত সংখ্যা একটা!
364023
২৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : জানি এবং মানি। ধন্যবাদ
364056
২৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
শেখের পোলা লিখেছেন : অজানা ছিল জানাহল ধন্যবাদ৷
২৯ মার্চ ২০১৬ রাত ০৯:৪৪
301957
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File