একটা মিথ্যা অনেক দিন আওড়ালে সেটা অনেকের কাছে সত্য বলে মনে হয় কিন্তু....

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ মার্চ, ২০১৬, ০৯:১৪:৩৩ রাত



স্বাধীনতার ৪৪ বছর পরে যখন আমি জানতে পারি আমার প্রতিবেশী মানবতাবিরোধী অপরাধী তখন নিজের অজান্তেই বিবেকটা তালগোল পাকিয়ে ফেলে।

স্বাধীনতা যুদ্ধ হয়েছে লাখ লাখ লোক মারা গেছে , কঠিন অপরাধীদের বিচারের মাধ্যমে মুজিব মিমাংসার কাছে নিয়ে সমাপ্তি করেছিলেন।

তখন অনেককে শাস্তি দিয়েছিলেন আবার অনেককে মুক্তি দিয়েছিলেন যেমনটা যুদ্ধবিধ্ধস্ত দেশের পরবর্তি শাষক করে থাকেন।

সেই সময় মুজিব যাদের বিরুদ্ধে মামলা থাক দুরের কথা মুজিবের বুদ্ধিজীবিরা অনেক বই পত্র লিখেছিলো সেখানেও আমার প্রতিবেশীর নাম উল্লেখ নাই ।

তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে আমার প্রতিবেশীর ঘটনা নিয়ে।

লেজকাটা শিয়ালের দল আজ নিজেদের পরিচয় বাদ দিয়ে কুকুরের দলে যোগ দিয়েছে অন্য শিয়ালকে ডরানোর জন্য আর অবাধে কুকুরদের সাথে জনসম্মুখে চলাফিরার জন্য। তারপরেও কিন্তু ঐ লেজকাটা শিয়ালের রক্ষা হয় না কারন শিয়ালের গায়ের গন্ধতেই কুকুরটা টের পায় আসল নকল

তাই বলতে হচ্ছে ওরা নিজেদেরকে যতই চালাক ভাবুক না কেন তাতে কোন কাজ হবে না দেশের জনগন ভাঙ্গা ঢোলের বাড়ী আর ভাল ঢোলের বাড়ী ঠিকই বুঝতে পারে ।

জবাব দেওয়ার জন্য লোকজন প্রস্তুত আছে যেই কোন সময় জন বিষ্ফরন হতে পারে তখন কিন্তু মিথ্যুকদের পরিনতি বলার অপেক্ষা থাকবে না

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363930
২৮ মার্চ ২০১৬ রাত ১১:২৭
আফরা লিখেছেন : একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য আরো হাজারটা মিথ্যার প্রয়োজন হয় তবু সেটা সাময়িক ,সত্যা একদিন প্রকাশ পাবেই ।

ধন্যবাদ ভাইয়া ।
২৯ মার্চ ২০১৬ রাত ১২:১২
301882
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপু
সুন্দর একটা উদাহরন দিয়ে বাতিলের মোমবাতির মিটির মিটির আলোকে নিভিয়ে দিলেন
অসংখ্য ধন্যবাদ আপনাকে
363946
২৯ মার্চ ২০১৬ রাত ০১:১৯
শেখের পোলা লিখেছেন : আমাদের দেশে হবে সেই দিন কবে?
২৯ মার্চ ২০১৬ সকাল ১১:৩২
301896
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সত্য সমাগত ইনশাআল্লাহ
363952
২৯ মার্চ ২০১৬ রাত ০৪:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্য সমাগত মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আলকুরআন
২৯ মার্চ ২০১৬ সকাল ১১:৩২
301897
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ
ধন্যবাদ
363973
২৯ মার্চ ২০১৬ দুপুর ১২:০৪
হতভাগা লিখেছেন : জামায়াত যে ৭১ এ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল এটা কি তাহলে মিথ্যা ?
২৯ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৭
301909
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইতিহাস বলে শেখ মুজিব স্বাধীন চায়নি সে চেয়েছিল নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর
এটা কি মিথ্যা ? ৭ই মার্চের ভাষনে জিয়ে পাকিস্তান বলেছিল সেটা তো বাংলাদেশের ইতিহাসে সত্য যদিও আওয়ামিলীগের ইতিহাসে গোপন রাখা হয়েছে অথবা ..Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
364020
২৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৮
কুয়েত থেকে লিখেছেন : ওরা নিজেদেরকে যতই চালাক ভাবুক না কেন তাতে কোন কাজ হবে না দেশের জনগন ভাঙ্গা ঢোলের বাড়ী আর ভাল ঢোলের বাড়ী ঠিকই বুঝতে পারে। লেখাটি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪৬
301934
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জাযাকাল্লাহু তায়ালা খাইরু ফিদ্দারাইন
আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File