আরও ২ বিলিয়ন রিজার্ভ চুরির গুঞ্জন !! ৮১ মিলিয়নের ক্ষত এখনো ভিজা আবারও ''''''!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ মার্চ, ২০১৬, ০৯:১০:১৩ রাত
৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির পর ফের আরো ২ বিলিয়ন ডলার রিজার্ভ চুরির গুঞ্জন উঠেছে।
মতিঝিল ব্যাংক পাড়া থেকে সচিবালয়ে এধরনের গুঞ্জন বৃহস্পতিবার ছিল টক অব দি ডে। রিজার্ভ থেকে আরো ২ বিলিয়ন ডলার ইরান এবং জার্মানির রিজার্ভ ব্যাংকে রাখা ছিল।
ধারণা করা হচ্ছে ইরান এবং জার্মানির রিজার্ভ ব্যাংক থেকে গত ফেব্রুয়ারি মাসের কোন এক সময় হ্যাকাররা তা হ্যাক করে নিয়ে গেছে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এবং নির্বাহী পরিচালক ও মূখপাত্র গণমাধ্যমকে জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ১০১ মিলিয়ন ডলার হ্যাকাররা চুরি করে নিয়ে যায়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ জানার পরেও গোপন রাখার চেষ্টা করেন এবং গোপনে টাকা উদ্ধারের তৎপরতা চালায়।
১ মাস পর ফিলিপাইনের ‘ডেলি ইনকয়ার’ নামের একটি পত্রিকায় খবরটি প্রকাশিত হলে বাংলাদেশের গণমাধ্যম খবরটি প্রকাশ করে। তবে ২ বিলিয়ন অর্থ হ্যাকিং সম্পর্কে যে গুঞ্জন শোনা যাচ্ছে তার সত্যতা কোন সূত্র নিশ্চিত করেনি
সংগ্রহিত ;-http://www.amadershomoys.com/unicode/2016/03/24/87821.htm#.VvPp-dJ974Y
বিষয়: বিবিধ
৮৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখাটা আজ দুপুরের আগেই পোস্ট করুন প্লিজ!
মন্তব্য করতে লগইন করুন