মানুষের সম্মান তার যোনিতে থাকে না, "ধর্ষনের কষ্ট ব্যথার ওষুধে খেলে চলে যায়( অষ্টম শ্রেনীর বই)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ মার্চ, ২০১৬, ০৫:৫৫:৫৯ বিকাল

"ধর্ষণ শরীরের কষ্ট ছাড়া আর কিচ্ছু নয়।

ব্যথার ওষুধের সাথে সাথে এ কষ্ট চলে যায়।

মানুষের সম্মান তার যোনিতে থাকে না।

তাই ধর্ষণে কারো সম্মান যায় না।"

শুধু এই কথাগুলো আপনার সন্তানের মনে গেথে দিন। ওর গায়ের জোর দশ গুন বেড়ে যাবে। ধর্ষিতার আত্মহত্যার প্রবণতা কমে যাবে।

আর হ্যাঁ, সন্তানকে বলার আগে আপনি নিজে কথাগুলোকে বিশ্বাস করুন মনে প্রাণে।

জীবন একটাই। অপরের অন্যায়ে সে জীবন নষ্ট হবার নয়, থেমে যাবার নয়।

বাতিঘর প্রকাশনীর বই বিশ্বপরিচয়- অষ্টম শ্রেনীর পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়।

বন্ধুগন :- ফিরাউন এবং হামান যেটা করেছিল সেই এজেন্ডা নিয়ে লেডি হিটলার সামনে অগ্রসর হচ্ছে ।

ঘরে ঘরে নাস্তিক আর ধর্ষক তৈরী হবে যত পড়া তত নাস্তিক

সামনে যাবেন ! না পিছনে যাবেন সিদ্ধান্ত নিবার এখনই সময়

আগামী প্রজন্মকে যদি বাচাতে চান তবে কেউ না কেউ অগ্রসর হতে হবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে হোক আর দেশিও সংস্থার মাধ্যমে হোক দ্রুত হিটলারকে বিদায় করতে হবে নইলে ১০০ বছরের পিছে জাতী তলিয়ে যাবে

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363505
২৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
কুয়েত থেকে লিখেছেন : ধর্ষণ শরীরের কষ্ট ছাড়া আর কিচ্ছু নয়। ব্যথার ওষুধের সাথে সাথে এ কষ্ট চলেযায়।
মানুষের সম্মান তার যোনিতে থাকে না। তাই ধর্ষণে কারো সম্মান যায় না। শুধু এই কথাগুলো আপনার সন্তানের মনে গেথে দিন।ওর গায়ের জোর দশগুন বেড়ে যাবে। ধর্ষিতার আত্মহত্যার প্রবণতা ও কমে যাবে। অষ্টম শ্রেনীর পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়। ফিরাউন এবং হামান যেটা করেছিল সেই এজেন্ডা নিয়ে লেডি হিটলার সামনে অগ্রসর হচ্ছে। ঘরে ঘরে নাস্তিক আর ধর্ষক তৈরী হবে যত পড়া তত নাস্তিক সামনে যাবেন!না পিছনে যাবেন সিদ্ধান্ত নিবার এখনই সময় লেখাটি ভাল লাগলো ধন্যবাদ

২৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
301368
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Crying Crying Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
363511
২৪ মার্চ ২০১৬ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন : সত্যই এবার দেশ সিঙ্গাপুর নয় আমাজন কেও ছাড়িয়ে যাবে৷ এই না হলে ৯০% মুসলীমের শিক্ষা আর কি হবে? শাব্বাস চেতনার ফড়িয়ারা৷
২৪ মার্চ ২০১৬ রাত ০৯:০৯
301382
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কান্না আসে এই সব জানলে
ধন্যবাদ
২৫ মার্চ ২০১৬ রাত ০২:০১
301395
এলিট লিখেছেন : বইটির পুরো নাম হল "বাংলাদেশ ও বিশ্বপরিচয়"। অস্টম শ্রেনীর এই পাঠ্যবইঠিতে "সামাজিক সমস্যা" নামক অধ্যায় রয়েছে যাতে মাদক দ্রব্য, মেয়েদের উত্যক্ত করা সহ বিভিন্ন অপরাধ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্ত কোথাও ধর্ষনের কথা নেই। নিজেই যাচাই করে দেখুন। বইটি (9.8 MB) ডাউনলোড করতে - এখানে ক্লিক করুন
২৫ মার্চ ২০১৬ রাত ০২:৫৪
301396
শেখের পোলা লিখেছেন : না থাকলে ভাল৷ আর থাকা উচিৎও নয়৷ গরু ছাগলের বাচ্চা ভূমীষ্ঠ হবার একটু পরেই তাদের মায়ের স্তন কোথায় তা খুঁজে পায়৷ তাদের স্কুলে পড়তে হয়না, আর সৃষ্টি সেরা যে মানুষ চাঁদে আর মঙ্গল গ্রহে যেতে পারে তাদের এই জ্ঞান স্কুলে শেখার দরকার হয়না৷অন্ততঃ এ যাবৎ হয়নি৷ ওটা ডিফল্ট হিসেবে আল্লাহ ভরে দেয়৷ ধন্যবাদ এলিট সাহেব৷
363522
২৪ মার্চ ২০১৬ রাত ০৯:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ভাবে শিক্ষা ইউরোপ-আমেরিকাতেও দেওয়া হয়না!! আমরা দেখি সেীরজগতের বাইরে!!
363536
২৫ মার্চ ২০১৬ রাত ০১:৫১
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এটা কি আসলেই বইতে আছে? ছবি দিলে ভাল হয়।
363537
২৫ মার্চ ২০১৬ রাত ০১:৫৯
এলিট লিখেছেন : আপনি যে বইটির নাম লিখলেন সেটার পুরো নাম হল "বাংলাদেশ ও বিশ্বপরিচয়"। অস্টম শ্রেনীর এই পাঠ্যবইঠিতে "সামাজিক সমস্যা" নামক অধ্যায় রয়েছে যাতে মাদক দ্রব্য, মেয়েদের উত্যক্ত করা সহ বিভিন্ন অপরাধ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্ত কোথাও ধর্ষনের কথা নেই। নিজেই যাচাই করে দেখুন। বইটি (9.8 MB) ডাউনলোড করতে - এখানে ক্লিক করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File