ফাইনালের মাঠে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি ও একজন খেলোয়াড়ের রহস্যপূর্ণ ভুমিকাই কি আমাদের পরাজয়রে ...কোন কারন !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ মার্চ, ২০১৬, ০৭:০৩:৫৪ সন্ধ্যা
গত রবিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম না পলাশীর ময়দান ছিল ?
জাতির বাঘের বাচ্চারা যখন জীবন মরণ লড়াইয়ে লিপ্ত তখন তাদের স্বঘোষিত জননী শেখ হাসিনা কোথায় ? উপস্থিতির ঘোষনা দিয়েও অনুপস্থিত ?
কেন তিনি অনুপস্থিত?
ভারত পছন্দ একজন খেলোয়াড়ের ভূমিকাও কিন্তু ছিল রহস্যপূর্ণ।
রোববার এশিয়া কাপের টি টিটোয়েন্টি তে বাংলাদেশ-ভারত ফাইনালে মাঠে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতি ও একজন খেলোয়াড়ের রহস্যজনক ভূমিকা'তে দেশবাসী হতাশ।
ক্রিকেটামোদি দুনিয়াও কিন্তু সেই দৃশ্যটা সুক্ষভাবে অনুধাবন করেছে। জুনিয়ার প্লেয়ারদের বলে যখন ভারতিয় ব্যাটসম্যানরা নাকানীচুকানী খাচ্ছিল সেখানে বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার প্লেয়ারের প্রতি বলেই চার নয়তো ছক্কা হাকাচ্ছে ভারত।
হয়তো সেই রহস্যও একদিন জানা যাবে কিন্তু কোন লাভ হবেনা তারপরেও জনতার কাঠগড়ায় ওদেরকে দাড়াতে হবে ইনশাআল্লাহ
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর মোদির হইল হরিবল
পাকিস্তানের খেলা দেখতে মাঠে চল
নইলে কেমনে যাবে রসাতল?
ভারতের খেলা দেখতে গেলে
গদি হবে টলমল
শেফালী তুই চল....
ধন্যবাদ
আর শেষ ২ ওভারে যখন ১৯ রান লাগে তখন আল-আমিন তা ৫ বলেই দিয়ে দিলে কিই আর বলার থাকে ! নিজেকে এতটা ফালতু বানিয়ে ফেললো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী!
এশিয়া কাপ আমার কাছে খুব একটা বেশী প্রেশাস না ।
বিশ্বকাপে কোয়ালিফাই করার ম্যাচ আজকে থেকে শুরু । কোয়ালিফাই করতে না পারলে সব জারি জুরি শেষ হয়ে যাবে ।
অনেক বড় হয়েছে সব দেশকে হারিয়েছে সিরিজ জয় করেছে আর কি চাই
তারপরও সেই কথা
মিনোসদের কাছে হারা বাংলাদেশ ক্রিকেট দলের একটা নিয়মিত অভ্যাস । তার উপর এরা বাংলাদেশের চেয়েও বেশী টি২০ খেলে থাকে।
মন্তব্য করতে লগইন করুন