ফাইনালের মাঠে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি ও একজন খেলোয়াড়ের রহস্যপূর্ণ ভুমিকাই কি আমাদের পরাজয়রে ...কোন কারন ! Skull Skull Skull Skull

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ মার্চ, ২০১৬, ০৭:০৩:৫৪ সন্ধ্যা

গত রবিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম না পলাশীর ময়দান ছিল ?

জাতির বাঘের বাচ্চারা যখন জীবন মরণ লড়াইয়ে লিপ্ত তখন তাদের স্বঘোষিত জননী শেখ হাসিনা কোথায় ? উপস্থিতির ঘোষনা দিয়েও অনুপস্থিত ?

কেন তিনি অনুপস্থিত?

ভারত পছন্দ একজন খেলোয়াড়ের ভূমিকাও কিন্তু ছিল রহস্যপূর্ণ।

রোববার এশিয়া কাপের টি টিটোয়েন্টি তে বাংলাদেশ-ভারত ফাইনালে মাঠে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতি ও একজন খেলোয়াড়ের রহস্যজনক ভূমিকা'তে দেশবাসী হতাশ।

ক্রিকেটামোদি দুনিয়াও কিন্তু সেই দৃশ্যটা সুক্ষভাবে অনুধাবন করেছে। জুনিয়ার প্লেয়ারদের বলে যখন ভারতিয় ব্যাটসম্যানরা নাকানীচুকানী খাচ্ছিল সেখানে বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার প্লেয়ারের প্রতি বলেই চার নয়তো ছক্কা হাকাচ্ছে ভারত।

হয়তো সেই রহস্যও একদিন জানা যাবে কিন্তু কোন লাভ হবেনা তারপরেও জনতার কাঠগড়ায় ওদেরকে দাড়াতে হবে ইনশাআল্লাহ

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361841
০৮ মার্চ ২০১৬ রাত ০৮:৫৩
শেখের পোলা লিখেছেন : আপনি দেখি দয়াল বাবা মানেন না৷গুরুদের কি হারাণো ভালো? হাজার হলেও ওরাইতো আমাদের তিনদিক থেকে পাহারা দিয়ে পালন করছে৷ দেশের কৃষকদেরও দুঃখ বোঝে সব রকমের ফষলাদী দিয়ে তাদের বসিয়ে রাখার ব্যবস্থা করেছে, গার্মেন্টস গুলোও নিয়ে চলেছে৷ এর পর বিদেশে শ্রমিক পাঠানোও হয়ত কমিয়ে দিতে পারে৷ যাক দুঃখ মনেই থাক৷আর না৷
০৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৮
299929
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ
361901
০৯ মার্চ ২০১৬ রাত ০৩:৪৭
নাবীল লিখেছেন : আমাদের উনি ইন্ড়িয়ার চর হিসেবে কাজ করেন নি তো।
০৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৮
299930
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : টাকার বিনিময়
361915
০৯ মার্চ ২০১৬ সকাল ০৮:৩১
টাংসু ফকীর লিখেছেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের জল
আর মোদির হইল হরিবল
পাকিস্তানের খেলা দেখতে মাঠে চল
নইলে কেমনে যাবে রসাতল?
ভারতের খেলা দেখতে গেলে
গদি হবে টলমল
শেফালী তুই চল....
০৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৯
299931
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হাহাহাহাCrying Crying Crying Crying Crying
ধন্যবাদ
361925
০৯ মার্চ ২০১৬ সকাল ১০:৩৮
হতভাগা লিখেছেন : প্রথম চার ওভারে ভারতকে যখন তাসকিন ও আল-আমিনেরা ১৭/১৮ রানে আটকে রেখেছিল তখন মাশরাফির উচিত ছিল পেসারদের চালিয়ে যাওয়া । ভারতীয় ব্যাটস্‌ম্যানেরা ঘুমিয়ে ঘুমিয়ে স্পিন খেলতে পারে । সাকিবের রুটি রুজির বড় একটা অংশের ক্ষেত্র হচ্ছে আইপিএল ।

আর শেষ ২ ওভারে যখন ১৯ রান লাগে তখন আল-আমিন তা ৫ বলেই দিয়ে দিলে কিই আর বলার থাকে ! নিজেকে এতটা ফালতু বানিয়ে ফেললো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী!

এশিয়া কাপ আমার কাছে খুব একটা বেশী প্রেশাস না ।

বিশ্বকাপে কোয়ালিফাই করার ম্যাচ আজকে থেকে শুরু । কোয়ালিফাই করতে না পারলে সব জারি জুরি শেষ হয়ে যাবে ।
০৯ মার্চ ২০১৬ দুপুর ০৩:০০
299932
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যে যতটুকুন বাংলাদেশকে নিয়ে ভাবে বাংলাদেশ কিন্তু এখন আর ততটুকুন ছোটনা
অনেক বড় হয়েছে সব দেশকে হারিয়েছে সিরিজ জয় করেছে আর কি চাই
তারপরও সেই কথা
০৯ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩০
299936
হতভাগা লিখেছেন : মিনোসদের কাছে হারলে বড়দলগুলোর বিপক্ষে পাওয়া জয়গুলো ফ্লুক ছিল বলে প্রচার পায় । ২০০৭ এ সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে হারালেও আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল । গত কোয়ালিফাইংয়েও হংকংয়ের কাছে হেরেছিল ।

মিনোসদের কাছে হারা বাংলাদেশ ক্রিকেট দলের একটা নিয়মিত অভ্যাস । তার উপর এরা বাংলাদেশের চেয়েও বেশী টি২০ খেলে থাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File