১৪৩৭ বছর আগে রাসুল(সাHappyবলেছেন আর বিজ্ঞানিরা সেটা ১৪৩৭ বছর পরে প্রমাণ পেয়েছে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ মার্চ, ২০১৬, ০৬:০৫:২৩ সন্ধ্যা



১৪৩০ বছর আগে রাসুল(সাHappyএর বাণি আজ বিজ্ঞানিরা প্রমাণ পেয়েছে।

মুহাম্মদ (সাঃ) বলেছেন্,," পুরুষের প্যান্ট/ কাপড় টাখনুর উপর পরতে

অন্যথায় তা জাহান্নামে যাবে। (সহিহ বুখারিঃ৫৩৭১)

বিজ্ঞান বলে,পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমানে সেক্সুয়াল হরমোন থাকে

এবং তার আলো বাতাসের প্রয়োজন হয় । তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

মুহাম্মদ (সাঃ) বলেছেন্,,ভ্রুপ্লাগকারীর উপর আল্লাহর লানত (সহিহ

বুখারীঃ ৫৫১৫)

বিজ্ঞান বলে, ভ্রু হল চোখের হিফাজতের জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রুপ্লাগকারী পাগল অথবা মৃত্যুবরন করতে পারে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন্,, " নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম (সহিহ

বুখারিঃ ৬১২৪)

বিজ্ঞান বলে,ধুমপানের কারনে ফুস্ফুসের ক্যান্সার,ব্রংকাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়।

ধুম্পান করলে ঠোট, দাতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়। যৌনশক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতি শক্তি ও কমে যায়।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন্,, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। (মুসলিমঃ ১৬৫৫)

বিজ্ঞান বলে, স্বর্ণ যেহেতু যৌগ পদার্থ তাই তা স্ক্রীনের সাথে মিশে

ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। আর তার পরিমান যদি ২.৩ হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন্,, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান

কাত হয়ে ঘুমাতে। -( সহিহ বুখারিঃ ৩২৮০)

বিজ্ঞান বলে, ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পামপ করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের এনাটমি রস শরিরে প্রবেশ করতে পারে না , যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভবনা থাকে।

রাসুল্লাহ (সাঃ) বলেছেন্,, " তোমরা গোফ ছেটে ফেল এবং দাড়ি রাখ

(সহিহ মুসলিমঃ ৪৯৩,৪৯৪)

বিজ্ঞান বলে, দাড়ি না রাখলে স্ক্রিন ক্যান্সার, ফুস্ফুসের ইনফেকশন এবং ৪০ এর আগে যৌবন হারানোর সম্ভবনা থাকে।

আল্লাহ(সুবনাহু তায়ালা) বলেন্, "আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। ( বনি-ইসরাঈলঃ ৩২)এবং নেশাগ্রস্থ

শয়তানের কাজ ( মাইদাহঃ৯০)_

বিজ্ঞান বলে,, পর্নগ্রাফি , অশ্লিল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশা । যদি কেউ এসব নেশজাত দ্রব্যে জড়িয়ে পড়ে তাহলে ব্রেনের ফরেন্টাল এরিয়ার আমাদের পরিচালনা করার ইনটেলুক্টুয়াল সেলগুলো থরথর করে কাপতে থাকে এবং অস্থির হয়ে যায়। যার ফলে সে নেশাগ্রস্থ হয়ে মাতাল-অসুস্থের

মত জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

আল্লাহ বলেন্,

ফেচবুক থেকে সংগ্রহিত

বিষয়: বিবিধ

১৬১৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361720
০৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ পাক বলেন ! রাসুলের(সাঃ) জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজির চরিত্রের মধ্যেই রয়েছে মানব জাতির জন্য রয়েছে কল্যাণ। নবীজির প্রতিটি কর্ম বিজ্ঞানময়। সুন্দর লেখাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৭ মার্চ ২০১৬ রাত ০৯:১০
299783
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
আপনাকে অনেক ধন্যবাদ
361739
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:৫৬
শেখের পোলা লিখেছেন : এটাই প্রমানিত হতে চলেছে যে, ইসলাম শ্বাশতঃ সত্য৷ এর পথই প্রকৃত পথ৷ধন্যবাদ৷
০৭ মার্চ ২০১৬ রাত ০৯:১১
299785
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
361753
০৭ মার্চ ২০১৬ রাত ১০:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ মার্চ ২০১৬ রাত ১১:০৪
299789
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
361761
০৭ মার্চ ২০১৬ রাত ১১:৩৫
সন্ধাতারা লিখেছেন : Salam. Valuable sharing mashallah. Jajakallahu khair.
361763
০৮ মার্চ ২০১৬ রাত ১২:০১
361834
০৮ মার্চ ২০১৬ রাত ০৮:২৪
আফরা লিখেছেন : ডাক্তার যখন বলে তখন ঠিক বিস্বাস করি কিন্তু যখন আল্লাহ ও আল্লাহর রাসুল (সাঃ) নাম নেয়া হবে তখন কত অযুক্তি-কুযুক্তি দেয়া হবে ।

ধন্যবাদ ভাইয়া ।
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:০৮
299851
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
361882
০৮ মার্চ ২০১৬ রাত ১১:৫৪
দ্য স্লেভ লিখেছেন : আমরা ঈমানদার হওয়ার চাইতে বেশী বিজ্ঞানমনষ্ক হতে পছন্দ করি। ফলে সুন্নাহ অনুযায়ী চলতে নানান বাধা আসে। আমাদের দেশে ছেলেরা প্যান্ট পরে এমনভাবে যে প্যান্ট কোমরের নীচে থাকে ,ওদিকে পায়ের নীচে চলে যায়..সেটা মাটির সাথে লেগে নোংড়া ও ছিড়ে যায়। আল্লাহর কসম এরকমটা আমি ফ্যাশন হিসেবে দেখিনী। আমেরিকায় কিছু নেশাখোর এবং পাগলরা এরকম উল্লুকমার্কা । ইউরোপ আমেরিকার একটি ফ্যাশন রয়েছে টাখনুর উপর কাপুড় পরা। ওরা এটা ফলো করে না কেনো বুঝিনা
361942
০৯ মার্চ ২০১৬ দুপুর ১২:২২
হতভাগা লিখেছেন : টাখনুর নিচে কাপড় পরিধান করেও হিন্দু ও চীনারা কিন্তু বাসে , ট্রেনে , মাঠে, ময়দানে ব্যাপক সেক্স করে যাচ্ছে । তাদের সন্তান সংখ্যাও বিশ্বের অন্যদেশের চেয়ে বেশী ।
362430
১৪ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪৯
এটোম বোম লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File