দুই আনার আদার ব্যাপারী আজকে জাহাজের খবর রাখছে!!Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ মার্চ, ২০১৬, ১১:৫৭:২৬ রাত



আদার ব্যাপারী জাহাজের খবর রাখে বাগধারাটি মিথ্যা প্রমানিত হয়েই গেল।

দুই বন্ধুর মধ্যে খোশগল্প হচ্ছিল । সেই গল্পের এক পর্যায় রাজনিতিক আলোচনার সুত্রপাত হতে লাগলো।

প্রথম বন্ধু নকিব:- শুনেছিস ! তিন বারের জনগন কতৃক নির্বাচিত একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিছু দিনের মধ্যেই জেলে যাচ্ছে।

দ্বিতীয় বন্ধু মুকিত:-নেতা বা নেত্রি হতে গেলে জেলে যেতে হয় নইলে সে পাক্কা নেতৃত্ব পায়না সেটা কি তুই জানিস !

প্রথম বন্ধু নকিব:-জানি । কিন্তু যেই সব অপরাধকে সামনে এনে এই হাসিনা বিচারের কাজে হাত দিলেন সেই সব অপরাধে তো হাসিনা নিজেও অপরাধী তাই না?

দ্বিতীয় বন্ধু মুকিত:- তুই যে একটা পাক্কা রাজনিতিবিদ হয়ে গেলি বলে মনে হচ্ছে। ভাইরে আমাদের মতো আদার ব্যাপারি জাহাজের খবর না নেওয়াই ভাল। বাদদে এই সব কথা অন্য কিছু থাকলে বল

প্রথম বন্ধু নকিব:-তোর কথা শুনে সত্যি হাসি আসছে । আদার ব্যারীর কথা যেহেতু বললি তাই তোকে বলছি । বাংলাদেশের রাজনিতিতে আজ প্রকৃত আদার ব্যাপারী আজ জাহাজের খবর রাখছে। হাসানুল হক ইনুকে তুই কি বলবি ! আদার ব্যারীর সাথে তুলনা করলেও সেই আদার ব্যারীর ইজ্জত যাবে তার থেকেও অধম। মেম্মারী পাশ করার মতো ভোট তার বাক্সে পড়ে না সেই লোক মন্ত্রীর চেয়ারে বসার সুবাধে আজ এমন ভাবে কথা বলছে যে রজনিেতেতে বিশাল বড় কোন নেতা কথা বলছে। আসলে সে একটা আদার ব্যাপারী।

বিষয়: বিবিধ

১৮৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361013
০২ মার্চ ২০১৬ রাত ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আদা তো বিদেশ থেকে আমদানি হচ্ছে এখন। তাই প্রবাদ টা আর সত্য নয়!!!
০২ মার্চ ২০১৬ রাত ১২:২২
299190
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floorধন্যবাদ
361015
০২ মার্চ ২০১৬ রাত ১২:৪৪
আফরা লিখেছেন : আদাকে এত অব হেলা কেন ? অদা তো দরকারি আবার দাম আছে ।
০২ মার্চ ২০১৬ দুপুর ০২:১৬
299229
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আদার সাথে ওদের তুলনা করাটাও মনে হচ্ছে আদার ইজ্জত যাচ্ছে
ওরা আদার থেকেও অধম
361036
০২ মার্চ ২০১৬ রাত ০৪:২৬
শেখের পোলা লিখেছেন : এখন আর সেদিন নেইরে ভাই,ই মূচী এখন ভদ্দড় হয়েছে,আগে বলতো ভোড় বেলা আর এখন বলে পিড়াতক কাল৷
০২ মার্চ ২০১৬ দুপুর ০২:১৭
299230
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
361057
০২ মার্চ ২০১৬ সকাল ১১:০৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Punch কাকের বাসায় কিন্তু কোকিল আজীবন ডিম পেড়ে বংশ বিস্তার করে...।
০২ মার্চ ২০১৬ দুপুর ০২:১৮
299231
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : গুড গুড
Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File