অনেকে পান্জাবী পরাকে সুন্নত মনে করে। ‘পান্জাবী’ শব্দটির উৎপত্তিটাই ভারত বা পাকিস্তানের পান্জাব অঞ্চলে ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:০১:৩৯ সন্ধ্যা
**জাকির নায়েক কোট-স্যুট-টাই পড়া,কোট-স্যুট-টাই ইহুদি- খৃস্টানের তৈরী…*আজ প্রমান করে দিব.....
সুতারাং জাকির ইহুদি-খৃস্টানদের দালাল… মারহাবা মারহাবা…!!!
আপনার আববা যে প্যান্টের তলে জাইঙ্গা পরে সেটাও ইহুদী-খৃস্টানদের বানানো পোষাক,আপনার আববাও ইহুদি-খৃস্টানদের দালাল…আপনার বোন মাসে কয়েকদিন যে পরিশোষক ব্যবহার করে , সেটিও ইহুদি-খৃস্টানদের আবিষ্কার… আপনার বোন ও ইহুদী-খৃস্টানদের দালাল…
আপনাদের পীর জনসভায় যে মাইকে ভাষণ দেয়,সেই মাইক ও ইহুদী-খৃস্টানদের আবিষ্কার,আপনাদের পীর ও ইহুদী- খৃস্টানদের দালাল…
আপনার চৌদ্দগুষ্টির সবাই গাড়িতে চড়ে,গাড়ি ইহুদী-খৃস্টানদের বিষ্কার…আপনার চৌদ্দগুষ্টি ইহুদি-খৃস্টানদের দালাল…
সবচেয়ে বড় কথা,আপনি এখন যে মোবাইল/ ল্যাপটপে সীম/ মডেম লাগিয়ে নেটউয়ার্ক ব্যবহার করে
ফেসবুকে ইউনিকোডে কনভার্ট করে আমার লেখা পড়ছেন , সেই
কম্পিউটার ,মোবাইল,সীম ,রাউটার,স্যাটেল াইট,ফেসবুক,ফন্ট সবই ইহুদী-খৃস্টানদের আবিষ্কার…
অনেক মূর্খ পান্জাবী পরাকে সুন্নত মনে করে।
‘পান্জাবী’ শব্দ শুনে বোঝে নেয়া উচিৎ যে এর উৎপত্তিটাই ভারত বা
পাকিস্তানের পান্জাব অঞ্চলে।
নিজেদের কিছু করার যোগ্যতা নাই ফতোয়াবাজী করা বাদে…
ইংরেজী হারাম,টিভি হারাম,পত্রিকা হারাম,কার্টুন হারাম,এই হারাম সেই হারাম… কুরআনকে অমুসলিমদের কাছে নির্ভুল প্রমাণ করতে পেরেছেন?
অমুসলিমের অন্তরে ইসলাম পৌছাতে পেরেছো? বিজ্ঞানের সব সূত্র যে কুরআন মেনে চলে সেটা দেখিয়ে দিতে পেরেছো?
খৃস্টান,মালাউনেরা যখন সারা দুনিয়ায় কুরআনের ভুল প্রচার করছিলো তখন আপনাদের মুমিনগিরি কোথায় ছিলো ,,
ইহুদীদের পোষাক না কোনটা কোনটা বলেন… আপনার মা শাড়ী পরে? শাড়ী তো মালাউনদের পোষাক ‘কোট স্যুট পরে সুন্নতকে অবমাননা করেছে”…!!!
কোট-স্যুট না,আমি জিন্সের প্যান্ট আর টিশার্ট পরেও চাইলে সবাইকে
দাওয়াত দিতে পারি,কিন্তু আমি যা করতে পারি তার চেয়ে দুই কদম বেশী
যতদিন করার হেডাম হবেনা ততদিন কিছু বলার যোগ্যতা হবেনা
আপনার…
”প্রচার করো যদি একটি আয়াত ও হয়”…বোখারী:৩৪৮৬.... এখানে জোব্বা-পান্জাবী পরে প্রচার করতে বলা হয়নি…,,,
যে পোশাক শালীনতা লঙ্ঘন করেনা তাতে সমস্যা কি? যারা যারা কোট-স্যুট পরাকে সুন্নতের অবমাননা মনে করে তারা যেন তাদের মা দেরকে শাড়ি পরতে বাধা দেয়,তাদের বাবাদেরকে শার্ট প্যান্ট পরতে বাধা দেয়…কোট-স্যুট যদি হারাম হয় তাহলে মালাউনদের শাড়ী আর ইহুদি-নাসারার শার্ট প্যান্ট ও হারাম…,,
কোট স্যুট পরে যদি ইসলাম প্রচার করা না যায় তাহলে শাড়ি- প্যান্ট শার্ট পরেও যাবেনা যারা যারা মনে করে কোট-স্যুট- টাই পরলে নামাজ
হবেনা,কারণ এগুলো খৃস্টান-ইহুদীদে র পোষাক তারা যেন তাদের বোনের পরন থেকে অন্তর্বাস খুলে নেয়… কারণ এসব ও ইহুদী-খৃস্টানদে র পোষাক… ইহুদী-খৃস্টান মেয়েরা অন্তর্বাস পরে বীচে যায়…,,,
বাংগালি নিজে কিছু পারুক না পারুক, অন্যের লুংগি ধইরা টানাটানি করিতে
ওস্তাদ।
জাকির নায়েক পেন্ট পড়ে, শার্ট পড়ে, জাইংগা পড়ে, এইগুলা কবিরা গুনাহ।
কেন রে ভাই তোমাগো পীর সাব ও মৌলানারা যখন লুংগি পড়ে ঐ লুংগি পড়নের বিধান কোন হাদিসে আছে শুনি।
সংগ্রহে http://www.facebook.com/mdamanullah.aman.7739/posts/229039377440782
বিষয়: বিবিধ
৩০২২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর কেউ যদি খুব কামনা করে তাঁর অধস্তনরা পাঞ্জাবী পায়জামা পড়ুক, তাহলে সম্ভব হলে তার পড়াই উচিৎ। আমি তাতে কোন ক্ষতি দেখিনা। সাধারণ মানুষ যদি আপনাকে পাঞ্জাবী পরা অবস্থায় দেখে আপনার কাছে ঘেষে, ইসলাম সম্পর্কে কিছু জানতে চায়, আপনি তাই করুন।
কারো গায়ে সবসময় পাঞ্জাবী আর হঠাৎ করে শার্ট প্যাণট দেখলে অনেকেই বিভ্রান্ত হয়।
পাঞ্জাবী পরা নিয়ে যদি এতো আপত্তি থাকে আমাদের, তাহলে আজকের বোরখা পরে পর্দা করাতে আপত্তি থাকে না কেন? এইরকম বোরখা কি আল্লাহর রাসূলের যুগে ছিল?
যাই হোক, পাঞ্জাবী পরতেই অস্বস্তি বোধ করে, তাদের মধ্যে যেমন ঝামেলা আছে, তাদের মধ্যেও তেমনই ঝামেলা আছে, যারা শার্ট প্যান্ট পরা অবস্থায় কাউকে দাওয়াতী কাজ করতে দেখলে পাঞ্জাবীর সুন্নত নিয়ে টানাটানি করে।
দুপক্ষেরই সংযত হওয়া উচিৎ।
মন্তব্য করতে লগইন করুন