হিরোশিমার বোমাবর্ষণের মতো পুড়ে ছাড়খার হয়ে যাবে গণভবনের ভেতরে হিটলারের বাংকার !! যদি ক্ষমতা ফসকে যায় ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:২৩:৪৯ রাত



২য় বিশ্বযুদ্ধ শেষে গোপন বাংকারে আত্মহত্যা করেছিলো হিটলার।

ক্ষমতা ফসকে গেলে, হয় আত্মহত্যা অথবা জন বিস্ফোরণে উড়ে যাওয়া।

ক্ষুব্ধ মানুষদের বুকের চাপা কষ্ট যেভাবে বিস্ফোরিত হবে, ১০টা শাহ্ ডায়নেস্টিও সামাল দিতে পারবে না। আর তাই উন্নতির ড্রাম পিটিয়ে বিলবোর্ড দিয়ে দখল করেছে প্রতিটি ইঞ্চি মাটি।

ক্যাস্ট্রো-শাহ্ পরিবারের মতো দেশ চালাচ্ছে সজীব-পুতুল, ববি...।

পরিবার দিয়ে দখল করেছে গণভবন আর ৩২ নম্বরের মতো পাবলিক সম্পত্তি।

খেলার মাঠগুলো দখল করেছে ভাইদের নামে। সেতু আর স্থাপনা দখল করেছে পিতার নামে।

মা, চাচা, দাদা... দখল পরিবারের হাত থেকে মুক্তি পায়নি স্কুল-কলেজ, বনজঙ্গল, বাঘ-ভাল্লুক কেউই। পুত্র সজীব এখন জঙ্গিবাদ ঠেকাতে

ড্রোন মারার কথা বলছে।

গণভবনের ভেতরে হিটলারের বাংকার।

ক্ষমতা ফসকে গেলে হয় পাকিস্তানীদের মতো সবকিছু ধ্বংস করে দিয়ে পালিয়ে যাবে অথবা হিটলারের মতো বাংকারে আত্মহত্যা। - মিনা ফারাহ।

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360624
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১৫
শেখের পোলা লিখেছেন : কেউই ক্ষমতা ছাড়তে চায়না, কিন্তু এদিন তা ফসকে আঙ্গুল গলে ঠিকই চলে যায়৷ তখন শুরু হয় অনুশোচনা অথবা টানা হিঁছড়া৷ আল্লাহ জানে কোন পদ্ধতিতে কি হবে৷
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:২২
298869
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হবেই হবে কঠিন পরিনতি কারন এরা বড় জুলুমবাজ আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিনতির ফল তাদেরকেই দিবেন
ধন্যবাদ
360638
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৯
হতভাগা লিখেছেন : Burking dog seldom bites
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৫
298881
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যেই কুকুর ঘেউ ঘেউ করে সে মানুষকে কামড়াতে পারেনা ! ঠিক
কিন্তু উপমাটা কি অর্থে ব্যাবহার করেছেন জানিনা
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২২
298882
হতভাগা লিখেছেন : আপনারা যারা বাইরে থেকে সরকারকে নিয়ে হেন হোয়েঙ্গা ত্যান হোয়েঙ্গা করেন তাদের উদ্দেশ্যেই বলছি ।

এতই যদি সাহসী হয়ে থাকেন তাহলে দেশে এসেই এসব করেন ।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৪৩
298891
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সবাই তো এক সাথে যেতে পারবেনা তাই না , তাছাড়া মাঠে ময়দানে যারা আছে তারাতো আর মুভমেন্ট কম করছেনা ।
কুকুরী পাগল হয়েছে কারন এখন কার্তিক মাসতো তার পরেই কিন্তু অগ্রাহায়ন পৌষ মাস আছে তখন কুকুরী ...........
সবাই একসাথে ইনজুরি হওয়ার দরকার কি ডান্ডা নিয়ে তো কিছু লোক অপেক্ষায় থাকতে হবে
তাই আমরা সেই অপেক্ষায় আছি
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৫৭
298995
হতভাগা লিখেছেন : ভয় পাইছে
360673
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হতভাগা লিখেছেন : Burking dog seldom bites
মনে হয় কথাটা এখানে প্রয়োজন।
ধন্যবাদ আপনাকে
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫০
298900
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
360697
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেরআউন রা নিজেদের অমর মনে করে। কিন্তু মৃত্যু তাদের ও হয়।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:২০
298918
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File