কোথা থেকে এই 'হ্যালো' শব্দের উৎপত্তি !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৫৫:৫৭ সন্ধ্যা

টেলিফোন তুলে কম বেশি সবাই বলি 'Hello'

কিন্ত কেন! কেউ কি জানেন এই 'হ্যালো' বলার

প্রকৃত কারণ কি? কোথা থেকে এই 'হ্যালো' শব্দের উৎপত্তি???

'হ্যালো' একটা মেয়ের নাম। পুরো নাম

মার্গারেট হ্যালো ( Margaret Hello)।

তিনি আর কেউ নন - বিখ্যাত বিজ্ঞানী

আলেক্সান্ডার গ্রাহাম বেল এর গার্ল

ফ্রেন্ড। গ্রাহাম বেল হলেন টেলিফোনের

আবিস্কারক। টেলিফোন অাবিষ্কারের পর তিনি

প্রথম যে কথাটি বলেন তা হচ্ছে -

'হ্যালো'।

সেই থেকেই 'হ্যালো' বলে ফোন কলের

প্রচলন শুরু। মানুষ গ্রাহাম বেলকে ভুলে

যেতে পারে, কিন্ত তার ভালোবাসার

মানুষটিকে নয়। এটাই হচ্ছে ভালোবাসা।

বিষয়: বিবিধ

৪৪৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359888
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন তো কেউ হ্যালে না। সবাই হায় হায় করে!!!
359901
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:২১
এলিট লিখেছেন : এটা একটা বানানো ইতিহাস, ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। লক্ষ্য করুন, প্রথম ফোনটি গ্রাহাম বেলই বানিয়েছিলেন। সেই প্রথম ফোনটি দিয়ে গার্লফ্রেন্ডকে কিভাবে ফোন দিলেন? গার্লফ্রেন্ডের কাছে আরেকটি ফোন কিভাবে এলো? তখন তো বাজারে ফোন কিনতে পাওয়া যেত না। আচ্ছা, এমন হতে পারে যে, দুটি ফোনই তার গবেষনাগারে ছিল। তাহলে তিনি সহকর্মীকে বাদ দিয়ে, প্রথম কল পরীক্ষা করার জন্য কি গার্লফ্রেন্ডকে ডেকে এনেছিলেন? আর ডেকে আনলেনই বা কিভাবে? তখন তো মোবাইল ফোন ছিল না। তাছাড়া গবেষনাগারের সবাই যন্ত্রটি পরীক্ষা না করে গার্লফ্রেন্ডের অপেক্ষায় কিভাবে ধৈর্য ধরে বসে ছিল? আসলে, বানানো ইতিহাসে এমন ভুল ত্রুটি থেকেই যায়।

"হ্যালে" একটি ইংরেজী শব্দ। এই শব্দটি প্রথমে ব্যাবহার হয় আমেরিকান লেখক David Crockett রচিত The Sketches and Eccentricities নামক বইতে ১৮৩৩ সালে। গ্রাহাম বেলের জন্ম হয় ১৮৪৭ সালে। অর্থাৎ, তার জন্মের ১৪ বছর আগে থেকেই "হ্যালো" শব্দটি প্রচলিত ছিল। গ্রাহাম বেলের গার্লফ্রেন্ডের নাম ছিল - ম্যাবেল হুবার্ট। তারা ১৮৭৭ সালে বিয়ে করেন। গ্রাহাম বেল আর যার সাথেই ফোনে কথা বলুন না কেন, তিনি কখনো তার স্ত্রীর সাথে ফোনে কথা বলেন নাই। না, অভিমান করে নয়, তার স্ত্রী বাল্যকাল থেকেই কানে শুনতেন না।

সুত্রঃ https://en.wikipedia.org/wiki/Hello
সুত্রঃ https://en.wikipedia.org/wiki/Hello
359910
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৫৬
শেখের পোলা লিখেছেন : যা বাব্ববা! যাকগে বাপু, হ্যালো শুনলেই তো হেলে যই ব্যস৷ ধন্যবাদ৷ তবে এলিট সাহেবের কথার যুক্তি মানি৷
359930
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:১৬
হতভাগা লিখেছেন : মনে হয় প্রেমিকা উনাকে মিস কল দিয়েছিলেন আর বরাবরের মত বেল সাহেব যেহেতু ছেলে মানুষ উনিই কল ব্যাক করেছিলেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File