কোথা থেকে এই 'হ্যালো' শব্দের উৎপত্তি !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৫৫:৫৭ সন্ধ্যা
টেলিফোন তুলে কম বেশি সবাই বলি 'Hello'
কিন্ত কেন! কেউ কি জানেন এই 'হ্যালো' বলার
প্রকৃত কারণ কি? কোথা থেকে এই 'হ্যালো' শব্দের উৎপত্তি???
'হ্যালো' একটা মেয়ের নাম। পুরো নাম
মার্গারেট হ্যালো ( Margaret Hello)।
তিনি আর কেউ নন - বিখ্যাত বিজ্ঞানী
আলেক্সান্ডার গ্রাহাম বেল এর গার্ল
ফ্রেন্ড। গ্রাহাম বেল হলেন টেলিফোনের
আবিস্কারক। টেলিফোন অাবিষ্কারের পর তিনি
প্রথম যে কথাটি বলেন তা হচ্ছে -
'হ্যালো'।
সেই থেকেই 'হ্যালো' বলে ফোন কলের
প্রচলন শুরু। মানুষ গ্রাহাম বেলকে ভুলে
যেতে পারে, কিন্ত তার ভালোবাসার
মানুষটিকে নয়। এটাই হচ্ছে ভালোবাসা।
বিষয়: বিবিধ
৪৫০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"হ্যালে" একটি ইংরেজী শব্দ। এই শব্দটি প্রথমে ব্যাবহার হয় আমেরিকান লেখক David Crockett রচিত The Sketches and Eccentricities নামক বইতে ১৮৩৩ সালে। গ্রাহাম বেলের জন্ম হয় ১৮৪৭ সালে। অর্থাৎ, তার জন্মের ১৪ বছর আগে থেকেই "হ্যালো" শব্দটি প্রচলিত ছিল। গ্রাহাম বেলের গার্লফ্রেন্ডের নাম ছিল - ম্যাবেল হুবার্ট। তারা ১৮৭৭ সালে বিয়ে করেন। গ্রাহাম বেল আর যার সাথেই ফোনে কথা বলুন না কেন, তিনি কখনো তার স্ত্রীর সাথে ফোনে কথা বলেন নাই। না, অভিমান করে নয়, তার স্ত্রী বাল্যকাল থেকেই কানে শুনতেন না।
সুত্রঃ https://en.wikipedia.org/wiki/Hello
সুত্রঃ https://en.wikipedia.org/wiki/Hello
মন্তব্য করতে লগইন করুন