বইমেলায় বিক্রি হচ্ছে শেষ নবী পত্নীদের নিয়ে রচিত অশ্লীল যৌনগল্প।নাউযুবিল্লাহ। ১৯১ নং স্টলে ‘ব-দ্বীপ’ প্রকাশনে বিক্রি হচ্ছে এই সব বই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১৪:৩৪ সকাল



এবারের একুশে বইমেলায় ১৯১ নং স্টলে ‘ব-দ্বীপ’ প্রকাশনে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ইসলাম ও বিতর্ক’ নামক একটি বই।

বইটির ২৯-৩১ পৃষ্ঠায় মুসলমানদের শেষ নবীকে নিয়ে বলা হয়েছে-

“নবী একদিন তার পালকপুত্র যায়িদের বাড়িতে গেলেন। যায়িদ তখন বাইরে ছিলেন।

তিনি যখন যায়িদকে নাম ধরে ডাকলেন তখন তার নব বিবাহিত স্ত্রী যয়নব

ভিতর থেকে জানালেন যে যায়িদ বাড়ীতে নাই।

কিন্তু মুহাম্মদ সঃ তার কৌতূহল দমন করতে পারলেন না। সঙ্গে সঙ্গে ফিরে

না গিয়ে তিনি যায়িদের বাড়ীর ভিতরে উঁকি দিলেন। সেখানে তিনি তার পুত্রবধূ যয়নবকে দেখলেন।

আরবের গ্রীষ্মকালীন গরমের দিনে যয়নব তখন ফিনফিনে পোশাক

পরা অবস্থায় ছিলেন।

মুহাম্মদ সঃ সুন্দরী যয়নবের আকর্ষণীয় প্রায় নগ্ন শরীর দেখে মোহিত

হয়ে পড়লেন।.............সুন্দর মনের কোন শ্বশুর হলে পুত্রবধূর ঘরের ভিতর উঁকি দেওয়ার মত ভুল করার জন্য লজ্জা পেয়ে ফিরে যেতেন। তার

পরিবর্তে মুহাম্মদ সম্ভবত সুন্দরী যয়নবের যৌনাবেদনময়ী শরীর দেখে নিজের শরীরের ভিতর যৌনতার মহাপ্লাবন অনুভব করেছিলেন। ............ সে সময় নবীর অভ্যাস ছিল মদীনার বিভিন্ন ঘরের ভিতর মহিলারা কী অবস্থায় আছে তা উঁকি দিয়ে দেখা। (এতে যে তিনি আরও নিকৃষ্ট

বিকৃতমনা মানুষে পরিণত হন তা নয় কি?)।........এছাড়া আমরা নবীর চরম যৌন বিকৃতি সম্পর্কে জানি।

তার অনিয়ন্ত্রিত বহুগামিতা, ছোট বালিকা আয়িশাকে পাওয়ার জন্য তার লালসা এবং ৯ বছর বয়সে যৌনাঙ্গে পুরুষাঙ্গ প্রবেশের উপযুক্ত হবার

পূর্ব পর্যন্ত আয়িশার পিছনে লেগে থাকা এবং তার সঙ্গে উরু মৈথুন করা, যুদ্ধে বন্দী ক’রে ‘কাফের’ মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দরীকে সে রাতেই নিজের বিছানায় নিয়ে যাওয়া, বাবা খবর পাঠিয়েছে এই মিথ্যা কথা বলে নিজের স্ত্রী আসমাকে তার বাবা ওমরের বাড়ীতে পাঠিয়ে তারই বিছানায় তরুণী দাসী মারিয়াকে নিয়ে রাত্রি যাপন ইত্যাদি সুস্থ মানসিকতার

লক্ষণ নয়।

নাউযুবিল্লাহ। (বই- ইসলাম ও বিতর্ক, অধ্যায়: মুসলিম

মানসে যৌন বিকৃতি, পৃষ্ঠা- ২৯-৩১,

প্রকাশনী- ব-দ্বীপ প্রকাশন, বইমেলা স্টল-১৯১)

উল্লেখ্য বইমেলার নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের বই বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসাথে বাংলাদেশের সংবিধান অনুয়ায়ী কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন প্রকাশনী এ ধরনের বই বের করতে পারে না। তারপরেও কিভাবে এ ধরনের প্রকাশনী বই বের করে

এবং প্রকাশ্যে বইমেলায় বিক্রি করে তা সত্যিই আশ্চর্যজনক।

যেহেতু বইমেলা বাংলা একাডেমীর তত্ত্বাবধানে হয়, তাই আপনারা বাংলা

একাডেমীর দায়িত্বশীলদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে পারেন-

বাংলা একাডেমীর ফোন নম্বর-

৯৬৬০৯৩৩, ৮৬১৯৫৭৭ (মহাপরিচালক), ৮৬১৯৫৪৬, ৮৬২৮৪৪০ (পরিচালক),৮৬১৯৭১৫ (প্রধান গ্রন্থাগারিক)

৮৬১৯৩৬৪ (উপ-পরিচালক), ৮৬১৯৭৫০ (ব্যবস্থাপক)

ব-দ্বীপ প্রকাশন এর মূল অফিস: ঠিকানা: ৬৩ কনকর্ড এম্পোরিয়াম শপিং

কমপ্লেক্স, ২৫৩- ২৫৪ এলিফ্যান্ট রোড, কাটাবন, ঢাকা-১২০৫, মোবাইল:

০১৫৫৭৭৯১৩৯৬।

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১৬৫৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359578
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫০
দ্য স্লেভ লিখেছেন : আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে কর্তৃপক্ষ এটার সুরাহা করার দায়িত্বপ্রাপ্ত তারা যেন এটার সমাধান করেন....
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৮
298104
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা দোয়া করি যেন তাদের সঠিক বুঝ দিক
359581
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই লোক এর উদ্দেশ্য ইউরোপ এর ভিসা যোগার।
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৯
298105
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এরা মার্কা মারা নাস্তিক
359590
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৪৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ভাই, ইভেন্ট খুলুন, ওদের নামে ডজন দুয়েক মামলা করা দরকার।
১৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:০১
298107
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কেউ একজন উদ্দোগি হওয়ার দরকার
আমরা তো প্রবাসে সেই কাজটা করতে পারিনা যেটা দেশের ভাইরা পারবে
ধন্যবাদ
359596
১৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩৫
নেহায়েৎ লিখেছেন : যে দেশের দাযিত্বশীলরাই ইসলাম বিদ্বেষী সে দেশে কার কাছে বিচার চাইব! আল্লাহ এদের বিচার করবেন। আমরাতো আবার মাজা ভাঙ্গা!
১৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৩
298112
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জনমত গঠন করা ছাড়া আর কি করার আছে সময় আসলে যাহা হবার তাহা হবে
359597
১৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড়ভাই। এসব ঘৃণ্য মানসিকতা ও ঘটনার তীব্র নিন্দা জানাই।

সেইসাথে জড়িত ব্যক্তিদের আশু বিচারের দাবী জানাই।

গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৪
298113
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ সকলে নিন্দা জানাই
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File