শিবির মারা জায়েজ ! আওয়ামী লীগের বেসরকারি সশস্ত্র বাহিনীটির স্মরনীয় বানী !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:০০:১৮ বিকাল
ছাত্রলীগ নামে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে বেসরকারি সশস্ত্র বাহিনীটি আছে সেটির সদস্যদেরকে এখন অনেকেই ‘মানুষের কাতারে’ রাখেন না। বছর কয়েক আগে মিডিয়াতেও বাহিনীটিকে ‘দানব’ বলা হতো।
এখন অবশ্ব্য সেটা আর বলেনা লাইসেন্স বাতিলের ভয়ে।
তবে দেশের মানুষের কাছে ‘দানব’ হিসেবেই বিদ্যমান আছে যথারীতি।
যশোর সরকারি এমএম কলেজের একটি ছাত্রাবাসে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে পিটিয়ে খুন করার পর বাহিনীটির সদস্যরা বলেছে, আওয়ামী লীগের বিরোধিতাকারীদের খুন করা বাংলাদেশে এখন আইনগতভাবে বৈধ একটি কাজ।
সেই বিরোধী যদি জামায়াত-শিবিরের, তাহলে তাকে খুন করলে অনেক পূণ্য হয়। ইহকালে অনেক পুরস্কার মিলে।
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই স্বাভাবিক ও চিরন্তন যে, দুর্বৃত্তরা ন্যায়ানুসারীদের নিশ্চিহ্ন করাকে কর্তব্য মনে করে-
বিপরীতে ন্যায়ানুসারীগণ "দুর্বৃত্তপণা" নিশ্চিহ্ন করতে চায়- দুর্বৃত্তকে নয়, পার্থক্যটা এখানেই!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
আইনগত ভাবেই আওয়ামিলীগদেরকে হত্যার সার্টিফিকেট দিতে হবে যেমন এখন ওরা করছে
ধন্যবাদ
আকাশ কুসুম কল্পনা
সম্ভবত মিস্টার হতভাগার গাজার টানটা শেষ হয়েছে তাই অন্যকে দিবার জন্য বলছে
ওরা নিজেরা গাজা খোজ বিধায় অন্যকে তেমন মনে করে বৈকি
মন্তব্য করতে লগইন করুন